Rahul Gandhi: সাংসদের বদলে "ডিস'কোয়ালিফায়েড এমপি" - নিজের ট্যুইটার বায়োতে বদল আনলেন রাহুল গান্ধী

সাংসদ পদ খারিজের পর গতকাল এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, আক্রমণের মুখে পড়লেও তিনি আদৌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আদানী গোষ্ঠীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে পিছপা হবেন না বা এই বিষয়ে ভীত নন।
রাহুল গান্ধীর ট্যুইটার বায়োতে বদল
রাহুল গান্ধীর ট্যুইটার বায়োতে বদলছবি - রাহুল গান্ধীর ট্যুইটার হ্যান্ডেল থেকে স্ক্রীনশট

সাংসদ পদ খারিজের দু’দিন পরেই নিজের ট্যুইটার বায়োতে বদল আনলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রবিবার নিজের নতুন ট্যুইটার বায়োতে রাহুল গান্ধী লিখেছেন, ‘ডিস’কোয়ালিফায়েড এমপি’ (Dis’Qualified MP)। এই মুহূর্তে প্রাক্তন কংগ্রেস সাংসদের ট্যুইটার বায়োতে লেখা আছে, এটা রাহুল গান্ধীর অফিসিয়াল অ্যাকাউন্ট, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য এবং ‘ডিস’কোয়ালিফায়েড সাংসদ’।

সাংসদ পদ খারিজের পর গতকাল দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, আক্রমণের মুখে পড়লেও তিনি আদৌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আদানী গোষ্ঠীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে পিছপা হবেন না বা এই বিষয়ে ভীত নন।

রাহুল বলেন, আমার কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। আমি মাননীয় স্পীকারের কাছে চার মন্ত্রী আমার বিরুদ্ধে যে ভুয়ো অভিযোগ এনেছে সেই বিষয়ে কথা বলার অনুমতি চেয়েছিলাম। কিন্তু আমাকে সেই অনুমতি দেওয়া হয়নি।

গতকালও রাহুল গান্ধী ফের অভিযোগের সুরে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৌতম আদানীর সম্পর্ক নতুন নয়। আমি খুব স্পষ্ট ভাবে জানতে চাই আদানীর বিভিন্ন শেল কোম্পানীতে যে ২০ হাজার কোটি টাকার কথা জানা গেছে সেই টাকা কার?

গতকালের সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী আরও বলেন, তিনি জাতির বাক স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করছেন। তিনি জেলের ভয় করেন না, সাংসদ পদ খারিজ সহ অন্যান্য কোনো বিষয়েই তিনি ভয় পান না। আমি কোনোভাবেই এই কাজ থেকে পিছিয়ে আসব না এবং আমার লক্ষ্যে অটল থাকবো।

গত শুক্রবার লোকসভার স্পীকার ওম বিড়লা এক মামলার রায়ের প্রেক্ষিতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেন। এর আগে বৃহস্পতিবার সুরাটের এক আদালত ‘মোদী পদবী’ মামলায় রাহুল গান্ধীকে ২ বছরের কারাদন্ড দেন। বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

সুরাটের আদালত ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে ঋণ খেলাপিতে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী ললিত মোদী এবং নীরব মোদীর নাম ব্যবহার করে রাহুল গান্ধী বলেছিলেন, 'সব চোরদের 'পদবী' মোদী কেন হয়?'

রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের বিজেপি বিধায়ক পূর্নেশ মোদী। সেই মামলায় গতকাল রাহুল গান্ধীকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারার অধীনে দোষী সাব্যস্ত করেছে আদালত। এই ধারার অধীনে সর্বোচ্চ শাস্তি দুই বছরের জেল।  

- with inputs from IANS

আরও পড়ুন

রাহুল গান্ধীর ট্যুইটার বায়োতে বদল
রাহুলের MP পদ খারিজে দ্বিতীয় দিনেও উত্তপ্ত ওয়াইনাড, আটক কংগ্রেস বিধায়ক-কর্মী
রাহুল গান্ধীর ট্যুইটার বায়োতে বদল
‘আমার নাম সাভারকর নয়, ক্ষমা চাইব না’ - সাংসদ পদ খারিজের পর মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in