বিয়েতে রাজি না হওয়ার শাস্তি! মাথা ন্যাড়া করে গোটা গ্রাম ঘোরানো হলো তরুণীকে

বর্তমানে আহত তরুণী মেদিনীনগর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি রয়েছে।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর ওপর অত্যাচার
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর ওপর অত্যাচারছবি - প্রতীকী

মধ্যযুগীয় বর্বরতার দৃশ্য ধরা পড়লো ঝাড়খণ্ডে। বিয়েতে রাজি না হওয়ায় মাথা ন্যাড়া করে গোটা গ্রাম ঘোরানো হলো ১৯ বছরের এক তরুণীকে। তাঁকে গ্রামের সকলের সামনে মারধর করারও অভিযোগ উঠছে।

স্থানীয় সূত্রের খবর, তরুণীর পরিবারের সদস্যরা একজনের সাথে বিয়ে ঠিক করেছিলেন তরুণীর। বিয়ের দিনই নিরুদ্দেশ হয়ে যান তরুণীটি। প্রায় ২০ দিন পর গত রবিবার বাড়ি ফিরে আসেন তিনি।

তাকে দেখা মাত্রই মেদিনীনগরের বাসিন্দারা ক্ষুব্ধ হন। পরিবারের সদস্যরাও তরুণীকে নিয়ে পঞ্চায়েতে হাজির হন। তাঁরাও ওই তরুণীর শাস্তির দাবি করেন।

পঞ্চায়েতে সকলের সামনে তাকে একাধিক প্রশ্ন করা হয়। ২০ দিন কোথায় ছিলেন তিনি? কে তাকে আশ্রয় দিয়েছেন? একটিও প্রশ্নের উত্তর নাকি ওই তরুণী দেয়নি। এরপরেই তাকে প্রথমে মারধর ও পরে ন্যাড়া করে গোটা গ্রাম ঘোরানো হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যকে আটক করেছে পুলিশ। আর কারা কারা যুক্ত সে বিষয়েও তদন্ত চালাচ্ছে।

মেদিনীনগর গ্রামটি রাঁচি থেকে ১৮৫ কিমি দূরে অবস্থিত। বিয়ের দিনই ওই তরুণী বাড়ি ছেড়ে পালিয়েছিল। বর্তমানে আহত তরুণী মেদিনীনগর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি রয়েছে।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর ওপর অত্যাচার
গেহলট সরকারের দুর্নীতি কর্ণাটকের থেকেও বেশি, টাকা ছাড়া ফাইল এগোয় না, দাবি রাজ্যেরই মন্ত্রীর
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর ওপর অত্যাচার
ববিতারও চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গাঙ্গুলির, ফেরত দিতে হবে অঙ্কিতার থেকে পাওয়া সমস্ত টাকাও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in