
সম্প্রতি ঝাড়খণ্ডের ধানবাদের একটি স্কুলে ছাত্রীদের পোশাক খুলিয়ে বাড়ি পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সেই ঘটনার তদন্তের পর জেলা প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় আপত্তিজনক কিছু দেখেনি তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ধানবাদের একটি নামী স্কুলে কয়েকজন ছাত্রীকে পোশাক ছাড়াই বাড়ি পাঠানোর অভিযোগ ওঠে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। জানা যায়, দশম শ্রেণীর পরীক্ষার শেষ দিনে ‘পেন ডে’ উৎযাপন করছিল পড়ুয়ারা। সেই উপলক্ষ্যে একে অপরের জামার পিছনে নানা রকমের বার্তা লিখছিল তারা। বিষয়টি নিয়ে আপত্তি জানান প্রিন্সিপাল। এরপর প্রায় ৮০ জন ছাত্রীকে জামা খুলিয়ে শুধু ব্লেজার পরিয়ে বাড়ি পাঠানোর অভিযোগ ওঠে।
এই ঘটনার পর প্রিন্সিপালের শাস্তির দাবি জানান অভিভাবকরা। বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়লে প্রিন্সিপাল তাঁর কাজের জন্য ক্ষমাপ্রার্থনাও করেন। নানা মহলে বিষয়টি চর্চিত হয়। এর পর তদন্তের ভার দেওয়া হয় মহাকুমাশাসক তাজেশ কুমারকে। তাঁর নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়। সোমবার রিপোর্ট দেয় সেই দল।
তদন্তকারী দলের দাবি, দুপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা। এমনকি সিসিটিভি ফুটেজও দেখানো হয়েছে। কিন্তু বিষয়টির মধ্যে আপত্তিজনক কিছু উঠে আসে নি। যদিও এই ঘটনার এখনও তদন্ত করছে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং শিশু কল্যাণ কমিটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন