

কেন্দ্র সরকারের জিএসটি সংস্কারের পর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ৫০ শতাংশের বেশি কমে গিয়েছে। সম্প্রতি অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষাণের এমনই মন্তব্যের এক ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ভাইরাল ওই ভিডিওতে সাংসদকে বলতে শোনা যাচ্ছে, “জামাকাপড়, টেলিভিশন, ফ্রিজ, শ্যাম্পু, ওয়াশিং মেশিনসহ অধিকাংশ জিনিসের দাম আগের তুলনায় অর্ধেক কমে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে উৎসবের মরসুমে একটি অনন্য উপহার দিয়েছেন। এমনকি যারা মোদিকে ভোট দেননি, তাঁরাও এই সুবিধা পাবেন। এটি এমন এক উপহার যা মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের জন্য দেওয়া হয়েছে।”
তবে সাংসদের এই দাবিকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ভিডিওটি শেয়ার করে বিজেপিকে 'বিশ্ব রেকর্ড মিথ্যাচারী' আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, “যারা জিএসটির নামে দাম অর্ধেক কমে যাওয়ার উদাহরণ দিচ্ছেন, অথচ বিষয়টি বোঝেন না, তাঁদের চুপ থাকাই শ্রেয়। হয়তো তাঁদের উদ্দেশ্য খারাপ নয়, কিন্তু অজ্ঞতা স্পষ্ট। হয়তো দিল্লি বা অর্থমন্ত্রীর দফতর থেকে এখনই ফোনে 'পরামর্শের ছদ্মবেশে উপদেশ’ পাচ্ছেন তাঁরা।"
অখিলেশ আরও বলেন, "লখনউ থেকে এমন ফোন আসবে না, কারণ এখানেও পরিস্থিতি একই। যদি সাধারণ মানুষ তাঁদের বাজারে নিয়ে গিয়ে বাস্তব দাম দেখান, তবে তাঁরা সত্যটি বুঝতে পারবেন।”
রবি কিষাণের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনরাও তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বিজেপি সাংসদের গণিতের হিসাব নিয়ে কটাক্ষ করেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন