সমঝোতা করে নেওয়ার জন্য আমাদের উপর প্রচুর চাপ দেওয়া হয়েছে, বিস্ফোরক সাক্ষী মালিক

সাক্ষী মালিক বলেন, “সমঝোতা করে নেওয়ার জন্য আমাদের উপর প্রচুর চাপ দেওয়া হয়েছে। ব্রিজ ভূষণ সিংয়ের লোক ফোন করে আমাদের হুমকি দিতেন।“
ভিনেশ ফোগট এবং সাক্ষী মালিক
ভিনেশ ফোগট এবং সাক্ষী মালিকফাইল ছবি
Published on

তীব্র চাপ সহ্য করতে না পেরে, ব্রিজ ভূষণ শরণ সিংএর বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ তুলে নিয়েছেন নাবালিকা অভিযোগকারীনি। চাঞ্চল্যকর এই দাবি করলেন আন্দোলনকারী আর এক কুস্তিগীর সাক্ষী মালিক। NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি।

অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, “সমঝোতা করে নেওয়ার জন্য আমাদের উপর প্রচুর চাপ দেওয়া হয়েছে। ব্রিজ ভূষণ সিংয়ের লোক ফোন করে আমাদের হুমকি দিতেন।“

WFI সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন দেশের সাক্ষী মালিক, ভিনেশ ফোগত সহ সাত কুস্তিগীর। এরমধ্যে এক নাবালিকাও রয়েছে। সম্প্রতি অই নাবালিকার বাবা যৌন হেনস্থার অভিযোগ তুলে নিয়েছেন। তিনি জানিয়েছেন, যৌন হেনস্থা নয়, তাঁর মেয়ে বৈষম্যের শিকার।

এই প্রসঙ্গেই এবার চাঞ্চল্যকর দাবি করেছেন মালিক। তিনি আরও বলেন, তারা প্রথম দিন থেকেই অভিযুক্তকে (ব্রিজ ভূষণকে) গ্রেপ্তার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে আসছে। কারণ ব্রিজ ভূষণ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তদন্ত অন্যদিকে ঘোরানোর এবং অভিযোগকারী ও সাক্ষীদের ভয় দেখানোর যথেষ্ট ক্ষমতা রয়েছে তাঁর। ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেপ্তার না করে নিরপেক্ষ তদন্ত করা যাবে না।

অন্যদিকে আজ হরিয়ানার সোনিপতে এক মহাপঞ্চায়েতের আয়োজন করেন খাপ নেতারা। সেখানে যোগ দেন কুস্তিগীররা। সেখানে সাক্ষী মালিক স্পষ্ট ভাষায় বলেন, সমস্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আসন্ন এশিয়ান গেমসে যোগ দেবেন না তাঁরা। তিনি বলেন, “প্রতিদিন কী আম্নসিক অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তা আপনারা বুঝতে পারবেন না।“

সম্প্রতি ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে বৈঠক করেছেন আন্দোলনকারী কুস্তিগীররা। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেছেন। এই মুহূর্তে আন্দোলন স্থগিত রেখেছে তাঁরা।

ভিনেশ ফোগট এবং সাক্ষী মালিক
ধর্ষণের শিকার নাবালিকাকে গর্ভপাতের অনুমতি না দিয়ে মনুস্মৃতির বাণী শোনাল গুজরাট হাইকোর্ট
ভিনেশ ফোগট এবং সাক্ষী মালিক
প্রধানমন্ত্রী রোজগার মেলা বন্ধ রাখার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in