President Election: বিরোধী ঐক্যে ফাটল, NDA জোটের প্রার্থীকে সমর্থন কংগ্রেস জোটসঙ্গীর!

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটের মূল্য হল ১০,৮৬,৪৩১। সংখ্যাগরিষ্ঠতা পেতে NDA শিবিরে ঘাটতি ছিল প্রায় ১২ হাজার ভোট। ওড়িশার শাসকদল বিজেডি জানিয়েছে তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে।
দ্রৌপদী মুর্মুর সাথে হেমন্ত সোরেন
দ্রৌপদী মুর্মুর সাথে হেমন্ত সোরেনফাইল ছবি

ওড়িশার পর এবার ঝাড়খণ্ড, দুই রাজ্যের শাসক দলের সমর্থন পাচ্ছেন NDA-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্‌হাকে সমর্থন দিচ্ছে না ঝাড়খণ্ডের শাসক দল - ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM), যারা কংগ্রেসের সাথে জোট করে ক্ষমতায় রয়েছে। অর্থাৎ রাজনৈতিক অঙ্ক বলছে দ্রৌপদী মুর্মুর রাইসিনা হিলসের বাসিন্দা হওয়া এখন সময়ের অপেক্ষা।

ওডিশা'র সাঁওতাল পরিবার থেকে উঠে আসা ঝাড়খন্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে বিজেপি। জেএমএম তাঁকে সমর্থন দেবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। কেননা, কংগ্রেসের শরীক জোট জেএমএম। জেএমএম সহ ১৮টি বিরোধী দলের সম্মিলিত সিদ্ধান্তেই যশবন্ত সিনহাকে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে।

তবে, বিজেপি আদিবাসী জনগোষ্ঠীর মুখ দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় বিরোধী শিবিরে ফাটল দেখা দিয়েছে। নিজেদের অবস্থান পরিবর্তন করে, যশবন্তের পরিবর্তে দ্রৌপদীকে সমর্থন দিচ্ছে শিবু সোরেনের দল, এমনটাই খবর দলীয় সূত্রে।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটের মূল্য হল ১০,৮৬,৪৩১। সংখ্যাগরিষ্ঠতা পেতে NDA শিবিরে ঘাটতি ছিল প্রায় ১২ হাজার ভোট (১.৯ শতাংশ)। গতকালই ওড়িশার শাসকদল বিজেডি (BJD) জানিয়েছে তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে। এর ফলে প্রায় ৩২ হাজার ভোট নিশ্চিত করেছে নরেন্দ্র মোদীর দল। এবার, এই তালিকায় যুক্ত হতে চলেছে জেএমএম-এর ভোট।

ঝাড়খন্ডের শাসক দল জেএমএম মূলত দলিত, আদিবাসী সমর্থিত দল। জেএমএম-এর এক নেতা জানিয়েছেন, ‘দ্রৌপদী মুর্মুর পিতৃকুল সোরেন গোষ্ঠীর। উভয় পরিবারের মধ্যে হৃদ্যতা রয়েছে। খোদ হেমন্ত সোরেনের স্ত্রীও ময়ূরভঞ্জ এলাকার। ফলে গোষ্ঠীগত দিক থেকে হেমন্ত সোরেনের বাধ্যবাধকতা রয়েছে দ্রৌপদীকে সমর্থনের।'

জেএমএমের অন্য এক নেতা বলেন, ‘যখন আদিবাসীদের স্বার্থে একটি ভাল উদ্যোগ হয়েছে, তখন দলের পক্ষে যশবন্তকে সমর্থন করা কঠিন।’

২০১৯ সালে, ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে জেতে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট। বর্তমানে ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএমের ৩০ জন, কংগ্রেসের ১৭ জন এবং আরজেডি’র একজন বিধায়ক রয়েছে। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন জেএমএম-এর হেমন্ত সোরেন

তবে, আজ এক বিবৃতিতে এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে শ্রদ্ধা জানিয়ে যশবন্ত সিন্‌হা বলেন, ‘এই লড়াই ব্যক্তির নয়, আদর্শের লড়াই।’ গণতন্ত্রকে রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন প্রার্থনা করেছেন তিনি।

দ্রৌপদী মুর্মুর সাথে হেমন্ত সোরেন
NDA জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, জিতলে গড়বেন ইতিহাস - জেনে নিন তাঁর পরিচয়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in