Maharashtra: ফড়নবিশের প্রশংসা, মোদী-শাহের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা, বদলে গেল জেলফেরত সঞ্জয়ের সুর

তিনি জানান, 'আমার সাথে যা ঘটেছে, তা আমি তাদের বলব। আমি কারো সঙ্গে দেখা করছি- তার মানে এই নয় যে, আমি নরম অবস্থান নিয়েছি।'
সঞ্জয় রাউত
সঞ্জয় রাউতফাইল ছবি সংগৃহীত

প্রায় ১০০ দিন পর- গতকাল বুধবার জেলে থেকে ছাড়া পেয়েছে সঞ্জয় রাউত (Sanjay Raut)। বৃহস্পতিবার, তাঁরই মুখে শোনা গেল বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Maharashtra DCM Devendra Fadnavis) প্রশংসা।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনা (Uddhav Thackeray-led Shiv Sena) নেতা সঞ্জয় রাউত।

জেল থেকে মুক্তির একদিন পরে সঞ্জয় রাউত জানান, তিনি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেওয়া ভাল সিদ্ধান্তগুলিকে স্বাগত জানাচ্ছেন। তাঁর কথায়,'যে সিদ্ধান্তগুলো দেশ বা রাষ্ট্রের জন্য ভালো সেগুলোকে স্বাগত জানানো উচিত। মহারাষ্ট্রে নতুন সরকার তৈরি হয়েছে। উপমুখ্যমন্ত্রী বেশ কিছু ভাল সিদ্ধান্ত নিয়েছেন। সেগুলোকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় তিনিই রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন।'

তবে, মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের সঙ্গে তিনি দেখা করবেন কিনা, জানতে চাইলে সঞ্জয় রাউত বলেন, 'বেশিরভাগ ভাল সিদ্ধান্ত ফড়নবীস ঘোষণা করেছেন। তাঁর সাথে কিছু কাজ আছে, খুব শীঘ্রই আমি তাঁর সঙ্গে দেখা করব।'

রাউত আরও বলেন, শীঘ্রই তিনি কেন্দ্রীয় মন্ত্রী শাহ এবং প্রধানমন্ত্রী মোদীর সাথেও দেখা করবেন। তিনি জানান, 'আমার সাথে যা ঘটেছে, তা আমি তাদের বলব। আমি কারো সঙ্গে দেখা করছি- তার মানে এই নয় যে, আমি নরম অবস্থান নিয়েছি।'

পাত্র চল কেলেঙ্কারিতে অর্থ পাচারের অভিযোগে- গত ১ আগস্ট, সঞ্জয় রাউত এবং তাঁর সহযোগী প্রবীন রাউতকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তারপর, তিনি মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন।

আর, সেই জেল থেকে বেরিয়ে কারও বিরুদ্ধে (পড়ুন- বিজেপি, সিবিআই এবং ইডি) কোনও ক্ষোভ নেই বলে জানিয়েছেন সঞ্জয় রাউত। বৃহস্পতিবার, তিনি বলেন, 'আমি কেন্দ্রীয় সংস্থা বা সরকার- কারও বিরুদ্ধে কথা বলবো না বা সমালোচনা করব না। আমি কষ্ট পেয়েছি। শুধু বিরোধিতার জন্য কারোর বিরোধিতা করব না। তারা (পড়ুন- বিজেপি) ভালো কাজ করলে, আমরাও তাদের প্রশংসা করব এবং স্বাগত জানাব।'

তবে, একই সঙ্গে রাউত জানিয়েছেন, বৃহস্পতিবারই তিনি দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, 'আমি আজ পাওয়ার সাহেবের সাথে দেখা করব। তিনিও ভালো নেই এবং আমার জন্যও চিন্তিত ছিলেন। অনেকে আমাকে ডেকেছে এবং আমি তাদের সবার সঙ্গে দেখা করব।'

সঞ্জয় রাউত
G-20 সম্মেলনের লোগোতে পদ্ম - 'দেশের জন্য লজ্জাজনক' - কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in