সকলের রাজনৈতিক ও সামাজিক অধিকার রক্ষা করা উচিত - কেজরির গ্রেফতারিতে রাষ্ট্রসংঘের নিশানায় কেন্দ্র

People's Reporter: এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক।
সকলের রাজনৈতিক ও সামাজিক অধিকার রক্ষা করা উচিত - কেজরির গ্রেফতারিতে রাষ্ট্রসংঘের নিশানায় কেন্দ্র
ছবি - প্রতীকী

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আরও চাপে মোদী সরকার। আমেরিকা, জার্মানির পর দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে মুখ খুললো রাষ্ট্রসংঘও। ভারতের কাছে সমস্ত নাগরিকের অধিকার রক্ষার দাবি জানিয়েছে তারা।

লোকসভা নির্বাচনের আগে দিল্লির আবগারি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করে বিতর্কে জড়িয়েছে মোদী সরকার। চাপ আসছে আন্তর্জাতিক মহল থেকেও। এই বিষয় নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমরা আশা করছি যে ভারতেও অন্যান্য দেশের মতো নির্বাচনের সময় রাজনৈতিক ও নাগরিক অধিকার সহ অন্যান্য সমস্ত অধিকার যেন সুরক্ষিত থাকে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ রাখা উচিত। যাতে সকলেই ভোট দিতে পারেন'।

এই ইস্যুতে এর আগে ভারতের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মার্কিন কূটনীতিবিদ গ্লোরিয়া বারবেনা। তাঁকে ভারতের বিদেশমন্ত্রক তলব করেছিল। বিদেশমন্ত্রকের সাউথ ব্লকে মার্কিন কূটনীতিবিদকে ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদও করা হয়। জার্মানিও কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হয়েছিল। কিন্তু ভারত সরকার তার তীব্র প্রতিবাদ জানায়। কেন্দ্রের তরফে জানানো হয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে 'হস্তক্ষেপ' কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

সকলের রাজনৈতিক ও সামাজিক অধিকার রক্ষা করা উচিত - কেজরির গ্রেফতারিতে রাষ্ট্রসংঘের নিশানায় কেন্দ্র
NDA যোগের আট মাসের মধ্যেই প্রফুল প্যাটেলের বিরুদ্ধে থাকা দুর্নীতি মামলায় ক্লোজার রিপোর্ট জমা CBI-র
সকলের রাজনৈতিক ও সামাজিক অধিকার রক্ষা করা উচিত - কেজরির গ্রেফতারিতে রাষ্ট্রসংঘের নিশানায় কেন্দ্র
Arvind Kejriwal: ৪ দিনের ইডি হেফাজত, আদালতের নির্দেশে এখনই মুখ্যমন্ত্রী পদ খারিজ নয় কেজরিওয়ালের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in