
ঝাড়খন্ডে বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হলেন ১৭ বছর বয়সী এক আদিবাসী কিশোরী। ঝাড়খন্ডের গোড্ডা জেলার সুন্দর পাহাড়ি অঞ্চলে শুক্রবার রাতে ১০ যুবক ওই তরুণীকে ধর্ষণ করে।
পুলিশ সূত্র অনুসারে, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। আক্রান্তর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ওই কিশোরী। রাতে তিনি বাথরুম করার জন্য বাইরে বেরোলো ওই যুবকরা মুখে কাপড় বেঁধে তাকে এক নির্জন জায়গায় নিয়ে যায় এবং দশ জন মিলে ধর্ষণ করে। আক্রান্ত কিশোরীর বয়ান উদ্ধৃত করে একথা জানিয়েছে পুলিশ।
আক্রান্তের পরিবারের অভিযোগ, এই বিষয়ে শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে এক সালিশি সভা বসিয়ে বিষয়টিকে চাপা দেবার চেষ্টা করা হয়। যদিও আক্রান্তের পরিবার রবিবার স্থানীয় থানায় দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন