Jharkhand: ঝাড়খন্ডের গোড্ডায় আদিবাসী কিশোরীকে ১০ জন মিলে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৮

People's Reporter: পুলিশ সূত্র অনুসারে, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। আক্রান্তর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - তৌসিফ হক
Published on

ঝাড়খন্ডে বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হলেন ১৭ বছর বয়সী এক আদিবাসী কিশোরী। ঝাড়খন্ডের গোড্ডা জেলার সুন্দর পাহাড়ি অঞ্চলে শুক্রবার রাতে ১০ যুবক ওই তরুণীকে ধর্ষণ করে।

পুলিশ সূত্র অনুসারে, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। আক্রান্তর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ওই কিশোরী। রাতে তিনি বাথরুম করার জন্য বাইরে বেরোলো ওই যুবকরা মুখে কাপড় বেঁধে তাকে এক নির্জন জায়গায় নিয়ে যায় এবং দশ জন মিলে ধর্ষণ করে। আক্রান্ত কিশোরীর বয়ান উদ্ধৃত করে একথা জানিয়েছে পুলিশ।

আক্রান্তের পরিবারের অভিযোগ, এই বিষয়ে শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে এক সালিশি সভা বসিয়ে বিষয়টিকে চাপা দেবার চেষ্টা করা হয়। যদিও আক্রান্তের পরিবার রবিবার স্থানীয় থানায় দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

ছবি প্রতীকী
Jharkhand: CGL পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভরত পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ! উত্তপ্ত ঝাড়খণ্ড
ছবি প্রতীকী
Ujjain Rape: ধর্ষিত ১২ বছরের নাবালিকা - অর্ধনগ্ন, রক্তাক্ত শরীরে দরজায় দরজায় ঘুরেও মিলল না সাহায্য

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in