Mumbai: ৪০০ কেজি RDX দিয়ে মুম্বাই উড়িয়ে দেওয়ার হুমকি! নয়ডা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

People's Reporter: মুম্বাইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে হুমকি বার্তা পাঠানো হয়। যেখানে লেখা হয়েছে - ৩৪ টি মানব বোমা রাখা গাড়ি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তাতে মোট ৪০০ কেজি আরডিএক্স রয়েছে।
Mumbai: ৪০০ কেজি RDX দিয়ে মুম্বাই উড়িয়ে দেওয়ার হুমকি! নয়ডা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
ছবি - সংগৃহীত
Published on

গণেশ ঠাকুর বিসর্জনের আবহে বিস্ফোরণে মুম্বাই উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনায় উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত অশ্বিনী (৫০) বিহারের পাটনার বাসিন্দা। নয়ডার সেক্টর ৭৯ থেকে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার অনন্ত চতুর্দশীতে ১০ দিন ব্যাপী গণেশ উৎসবের বিসর্জনকে ঘিরে গোটা শহর উৎসবের আবহে মেতে উঠবে। ঠিক তার আগেই মুম্বাইয়ের ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে হুমকি বার্তা পাঠানো হয়। যেখানে লেখা হয়েছে - ৩৪ টি মানব বোমা রাখা গাড়ি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তাতে মোট ৪০০ কেজি আরডিএক্স রয়েছে। এই বোমা এক কোটি মানুষের প্রাণ কাড়তে সক্ষম।

হুমকি বার্তায় আরও জানানো হয়েছিল, ১৪ জন পাক জঙ্গিও শহরে ঢুকে পড়েছে। পুলিশ সূত্রে খবর, হুমকি পাঠানো হয় লশকর-ই-জিহাদির নাম উল্লেখ করে।

এই বার্তা পাওয়ার পরেই গোটা মুম্বাই জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা ঘিরে ফেলা হয় নিরাপত্তার চাদরে। তল্লাশি শুরু হয় বার্তা প্রেরকের। পুলিশের সাইবার শাখা এবং অপরাধদমন শাখার যৌথ উদ্যোগে বার্তা প্রেরকের হদিস মেলে নয়ডায়।

সঙ্গে সঙ্গে নয়ডার পুলিশ কমিশনার লক্ষ্মী সিংয়ের সঙ্গে যোগাযোগ করে মুম্বাই পুলিশ। নয়ডা পুলিশ একটি দল গঠন করে বার্তা প্রেরকের তল্লাশিতে নামে। বেশ কয়েকটি সূত্র মারফত খবর পেয়ে নয়ডার ৭৯ সেক্টরে হুমকিবার্তা প্রেরকের হদিস মেলে। তাঁকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার সি.পি. রাজীব নারায়ণ মিশ্র জানিয়েছেন, "এ ধরনের হুমকি আগেও এসেছে। আতঙ্কের কিছু নেই। কিন্তু শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভিড়ের দিনে গুজব রটানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

Mumbai: ৪০০ কেজি RDX দিয়ে মুম্বাই উড়িয়ে দেওয়ার হুমকি! নয়ডা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
Billionaire: ভারতে বিলিওনেয়ার মন্ত্রী ৩৬ জন, শীর্ষে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in