RSS যে বিদ্বেষের বিষ ছড়িয়েছে, তা নির্মূল করতে বহু বছর সময় লাগবে: জয়রাম রমেশ

রমেশ বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের দিকে বেশি মনোনিবেশ করার কারণে আমরা এই (ভারত জোড়ো) যাত্রায় দেরি করে ফেলিছি।'
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

‘এটি কোনও নির্বাচনী যাত্রা নয়। সারাদেশে সম্প্রীতি গড়ে তুলতেই এই যাত্রা করছে কংগ্রেস।’ বৃহস্পতিবার, ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে এমনই দাবি করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)।

একইসঙ্গে তিনি জানান, ‘দেশজুড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) যে বিদ্বেষের বিষ ছড়িয়েছে, তা নির্মূল করতে বহু বছর সময় লাগবে।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন রমেশ বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের দিকে বেশি মনোনিবেশ করার কারণে আমরা এই (ভারত জোড়ো) যাত্রায় দেরি করে ফেলিছি। অনেক আগেই এই যাত্রাটি হওয়া উচিত ছিল। কারণ, এটি একটি আদর্শের লড়াই। আরএসএস যে বিদ্বেষের বিষ ছড়িয়েছে, তা মেটাতে বহু বছর সময় লাগতে পারে।’

যাত্রার উদ্দেশ্য নিয়ে কংগ্রেস নেতা রমেশ বলেন, ‘নাগরিকদের মধ্যে ভালবাসা ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার জন্য এই যাত্রা চলছে। তবে, এই যাত্রা নির্বাচনকে কিভাবে প্রভাবিত করবে, সেই ভবিষ্যদ্বাণী এখনই করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দেশের জন্য আসল হুমকি হল বিভাজনমূলক মতাদর্শ। এটির মোকাবিলা করা উচিত। কারণ, এটি দেশকে দুর্বল করে দিচ্ছে।’

বর্তমানে উত্তরপ্রদেশে চলছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। যোগী রাজ্যে ৩ দিনের যাত্রা শেষে আগামীকাল (৬ জানুয়ারি) এটি আবার পৌঁছাবে হরিয়ানায়।

এ নিয়ে রমেশ বলেন, উত্তরপ্রদেশে যাত্রাটি তিন দিনের করা হয়েছে, কারণ, ৩০ তারিখের মধ্যে যাত্রাটিকে শ্রীনগরে পৌঁছাতে হবে। এই সময়সীমার আসল কারণ, ৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হবে বাজেট অধিবেশন।

তিনি জানান, ‘যে ১২ রাজ্য ও ২ কেন্দ্র শাসিত অঞ্চলের উপর দিয়ে ভারত জোড়ো যাত্রাটি যাচ্ছে, সেখানেই শুধু এই যাত্রার প্রভাব সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে স্বতন্ত্র ভাবে এই যাত্রার ঘোষণা করা হয়েছে। এই পদযাত্রার পরেই শুরু হবে কংগ্রেসের ‘হাত সে হাত জোড়ো’ যাত্রা। নারী সশক্তিকরণের এই পদযাত্রার পুরোভাগে থাকবেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।’

কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ
'Bharat Jodo Yatra': ভারতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে ভারত জোড়ো যাত্রা - জয়রাম রমেশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in