Modi-Trump: ৩৫ মিনিটের ফোনালাপ ট্রাম্প-মোদীর, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে কী কথা হল?

People's Reporter: অন্যদিকে, বুধবারই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। তার আগে ট্রাম্প ও মোদীর ফোনালাপের কথা জানালেন ভারতের বিদেশসচিব।
নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প
নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পছবি - নরেন্দ্র মোদীর ফেসবুক পেজ
Published on

ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতি কারও মধ্যস্থতায় হয়নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দুই রাষ্ট্রনেতার ফোনালাপের বিষয়টি জানিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। তাঁর কথায়, ‘‘মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে ৩৫ মিনিট কথা হয়"। যদিও এই কথোপকথনে কোনও বাণিজ্যিক প্রসঙ্গ ওঠেনি বলে জানা গেছে।

অন্যদিকে, বুধবারই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। তার আগে ট্রাম্প ও মোদীর ফোনালাপের কথা জানালেন ভারতের বিদেশসচিব। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

'অপারেশন সিঁদুর'এর পর এই প্রথম সরাসরি কথা হল মোদী ও ট্রাম্পের। তেমনই জানান বিদেশসচিব। তিনি বলেন, মোদী ট্রাম্পকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন। এমনকি পাকিস্তানের গুলির জবাব ভারত গোলার মাধ্যমে দেবেন, সেকথাও ট্রাম্পকে জানান মোদী। ভারত সন্ত্রাসবাদকে ‘যুদ্ধ’ হিসাবেই বিবেচনা করে এবং পাকিস্তানের বিরুদ্ধে এখনও 'অপারেশন সিঁদুর' অভিযান জারি আছে বলে জানিয়েছেন মোদী।

গত ৯ মে মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ফোনে কথা হওয়ার বিষয়টিও ট্রাম্পকে জানিয়েছেন মোদী বলে জানান বিদেশসচিব। বিক্রম মিস্রী জানান, ভারতের উপর পাকিস্তান বড় হামলা চালাতে পারে, একথা মোদীকে জানিয়েছিলেন ভান্স। উত্তরে মোদী জানান, ভারত আরও পাল্টা জবাব দেবে। ফোনালাপে ট্রাম্পকে মোদী বলেন, ‘‘ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে। ওদের সেনাছাউনি ধ্বংস করেছে। ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব আসে"।

ভারত-পাকিস্তানের সংঘর্ষ ও সংঘর্ষবিরতির মধ্যে কোনও পরিস্থিতিতে ভারত-আমেরিকা বাণিজ্যিকচুক্তি বিষয়টি আসেনি বলে ট্রাম্পকে জানিয়েছেন মোদী। ভারত যে কখনও মধ্যস্থতার বিষয়টি মানেনি এবং ভবিষ্যতেও মানবে না, সেকথাও ট্রাম্পকে জোর দিয়ে জানিয়েছেন মোদী। এবিষয়ে ভারতে পূর্ণমাত্রায় রাজনৈতিক সমন্বয় রয়েছে বলেও জানিয়েছেন মোদী।

বিদেশসচিবের মতে, ট্রাম্প বিষয়টি ভালোভাবে বুঝেছেন। এমনকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছেন। মিস্রী আরও জানান, মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। কানাডা থেকে ফেরার পথে আমেরিকায় ঘুরে যেতে পারবেন কিনা জানতে চান তিনি। তবে পূর্বনির্ধারিত কিচু কর্মসূচির কারণে এখনই আমেরিকায় যেতে পারছেন না মোদী। তবে শীঘ্রই ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছেন মোদী। অন্যদিকে, অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে ট্রাম্পকে আমন্ত্রণ জানান মোদী। সেই আমন্ত্রণে ট্রাম্প সাড়া দিয়েছেন বলে জানান মিস্রী।

Keywords: Donald Trump, PM Modi, Narendra Modi, Vikram Misri, USA, India-Pak Tension,

নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প
ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর হুঁশিয়ারি ট্রাম্পের! পাল্টা 'যুদ্ধ শুরু'র হুঙ্কার খামেনেইয়ের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in