প্রহ্লাদ মোদী
প্রহ্লাদ মোদীফাইল চিত্র - সংগৃহীত

কেন্দ্রের বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী, যোগ দিলেন দিল্লির রেশন ডিলারদের ধর্নামঞ্চে

মহামারী করোনাকালেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদীর নিজের ভাই প্রহ্লাদ মোদী। সেসময় তিনি বলেছিলেন, 'আন্দোলন এমন জোরদার করতে হবে, যেন প্রধানমন্ত্রী আপনার দরজায় এসে দাঁড়ায়।’
Published on

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী (Prahlad Modi)। দিল্লির যন্তরমন্তর চত্বরে ধর্নায় বসেছেন তিনি।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের (AIFPSDF) সহ-সভাপতি হলেন প্রহ্লাদ মোদী। সেই সংগঠনেরই বিভিন্ন দাবিতে দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

রেশন ডিলারদের স্বার্থরক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইয়ের এই প্রতিবাদ, অস্বস্তিতে ফেলে দিয়েছে মোদী সরকারকে।

সূত্রে খবর, AIFPSDF- কেন্দ্র সরকারের কাছে ৯ দফা দাবি জানিয়েছে। যার অন্যতম চাল, গম এবং চিনির ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এছাড়াও ভোজ্যতেল ও ডাল ন্যায্যমূল্যের দোকানগুলির মাধ্যমে সরবরাহ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

রেশন ডিলারদের কমিশন নিয়েও আগেও সরব হয়েছেন প্রহ্লাদ মোদী। মঙ্গলবার, দিল্লিতে একই সুর শোনা গিয়েছে তাঁর কন্ঠে। কেজি প্রতি ২০ পয়সা কমিশন দেওয়ার ব্যবস্থা মানতে রাজি নন তিনি। কেন্দ্রকে দেশের সমস্ত রেশন ডিলারদের কেজি প্রতি ৪ টাকা ৪০ পয়সা কমিশন দিতে হবে বলে দাবি জানিয়েছেন প্রহ্লাদ।

মহামারী করোনাকালেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদীর নিজের ভাই প্রহ্লাদ মোদী। সেসময় তিনি বলেছিলেন, 'আন্দোলন এমন জোরদার করতে হবে, যেন প্রধানমন্ত্রী আপনার দরজায় এসে দাঁড়ায়। আমরা 'লোকশাহি'তে (গণতন্ত্রের অধীনে) আছি, গুলামিতে (পরাধীনতার অধীনে) নয়।'

প্রহ্লাদ মোদী
MGNREGA: ৪ মাসেই প্রায় ৬৭% টাকা খরচ করে ফেলেছে কেন্দ্র - মজুরি না পেয়ে দিল্লিতে বিক্ষোভ কর্মীদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in