ভারত-পাক সংঘাতের আবহে আজ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী, কী বার্তা দেবেন? মুখিয়ে দেশ

People's Reporter: ভারত-পাক উত্তেজনা আবহে ‘অপারেশন সিদুঁর’-এর সাফল্য নিয়ে বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বা সন্ত্রাসের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপও ঘোষণা করতে পারেন তিনি।
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদীছবি - নরেন্দ্র মোদীর ফেসবুক পেজ
Published on

সোমবার রাত ৮টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। কী বক্তব্য রাখতে পারেন তিনি? ভারত-পাক উত্তেজনা আবহে ‘অপারেশন সিদুঁর’-এর সাফল্য নিয়ে বলতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপও ঘোষণা করতে পারেন তিনি। প্রধানমন্ত্রীর আজকের ভাষণের দিকে তাকিয়ে গোটা দেশ।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষবিরতি ঘোষণা করেছে ভারত-পাক। সেদিনই জানা যায়, সোমবার দুপুরে বৈঠকে বসবে ভারত ও পাকিস্তান। কিন্তু এদিন নির্ধারিত সময়ে বৈঠক হয়নি। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তান সেনার ডিজিএমও কাশিফ আবদুল্লা হটলাইনে কথা বলেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা। এর ১৫ দিনের মাথায় ৬ মে মাঝরাতে অভিযান চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। যদিও এর পর পাল্টা ভারতে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। ভারতের একাধিক সেনা-জওয়ান এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এর উপযুক্ত জবাবও দিয়েছে ভারত।

কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দাবি, ভারতের প্রত্যাঘাতে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তারপরে এলওসি ও আন্তর্জাতিক সীমান্তে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

এদিকে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের আবহে, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। পহেলগাঁও হামলার পর দু'বার সর্বদলীয় বৈঠক হয়েছে। কোনওবারই উপস্থিত ছিলেন না তিনি। আজ কী বলেন তিনি সেদিকেই তাকিয়ে দেশবাসী।

নরেন্দ্র মোদী
ভারত-পাক সংঘর্ষ বিরতি ঘোষণা করেছেন ট্রাম্প! সংসদে বিশেষ অধিবেশন চেয়ে মোদীকে চিঠি রাহুলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in