
প্রধানমন্ত্রী আসবেন এলাকায়। কেউ যেন ব্যালকনিতে জামাকাপড় না ঝুলিয়ে রাখেন। বাসিন্দাদের উদ্দেশ্য এই মর্মে নির্দেশিকা জারি করলো যোগী সরকারের পুলিশ।
আজ ভোটমুখী উত্তরপ্রদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী তিনদিন রাজ্যের রাজধানী লখনৌতে থাকবেন তিনি। একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তার আগে লখনৌর গোমতি নগর এক্সটেনশন এলাকার একটি উচ্চ ভবনের বাসিন্দাদের নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এই তিনদিন যেন কেউ ব্যালকনিতে কাপড় না ঝুলিয়ে রাখেন।
এই নির্দেশিকা জারি করেছেন গোমতি নগর থানার ইনচার্জ প্রশান্ত কুমার মিশ্র। নির্দেশিকায় সরস্বতী অ্যাপার্টমেন্টের নাম বিশেষভাবে উল্লেখ করে তার বাসিন্দাদের অবশ্যই এই নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে। এই সরস্বতী অ্যাপার্টমেন্টের ঠিক উল্টোদিকেই সিগনেচার বিল্ডিং অবস্থিত, যেখানে আজ থেকে ডিজিপিদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার ও রবিবার এই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সরস্বতী অ্যাপার্টমেন্ট সহ নিকটবর্তী এলাকার বাসিন্দাদের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ব্যালকনিতে জামাকাপড় ঝুলিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। এমনকি এই সময়ের মধ্যে বাড়িতে কোনো অতিথি এলেও পুলিশকে তা জানাতে বলা হয়েছে।
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন