

টানা পাঁচদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়লো দেশে। দিল্লি ছাড়া দেশের বাকি তিনটি মেট্রো শহরে ডিজেলের দাম অনেক দিন আগেই ১০০ ছাড়িয়েছে। দিল্লিও সেই দিকে এগোচ্ছে ক্রমশ। আজ গোটা দেশে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে ৩৩ থেকে ৩৭ পয়সা।
রবিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ঘোষণা অনুসারে দিল্লিতে লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৯.৩৪ টাকা। ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে এদিন দাম হয়েছে ৯৮.০৭ টাকা।
দেশের বাণিজ্য রাজধানী বলে কথিত মুম্বাইতে এদিনের বৃদ্ধির পর পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫.১৫ টাকা ও ১০৬.২৩ টাকা প্রতি লিটার।
কলকাতায় ১০১ টাকা ছাড়িয়েছে ডিজেলের দাম। এদিন লিটার পিছু ৩৩ পয়সা বেড়ে এদিন পেট্রোলের দাম ১০৯.৭৯ টাকা এবং লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম ১০১.১৯ টাকা।
চেন্নাইতে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩০ পয়সা। এদিন চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.০৪ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়ে ১০২.২৫ টাকা।
রবিবারের দাম বৃদ্ধি অনুসারে দেশের বহু শহরে এখন ডিজেল ১০০ টাকা ছাড়িয়েছে। যার মধ্যে আছে আহমেদাবাদ (১০৫.৭০ টাকা), ঔরঙ্গাবাদ (১০৭.৮১ টাকা), ব্যাঙ্গালোর (১০৪.০৯ টাকা), ভূপাল (১০৭.৫০ টাকা), ভুবনেশ্বর (১০৬.৯৯ টাকা), জামশেদপুর (১০৩.৩৭ টাকা), ইন্দোর (১০৭.৫৬ টাকা), হায়দারাবাদ (১০৬.৯৮ টাকা), জয়পুর (১০৭.৯৮ টাকা), নাগপুর (১০৪.৩৩ টাকা) প্রভৃতি।
একইভাবে দেশের বহু শহরে পেট্রোল ১১০ টাকা ছাড়িয়ে গেছে। যার মধ্যে আছে ঔরঙ্গাবাদ (১১৬.৭৩ টাকা), ব্যাঙ্গালোর (১১৩.১৫ টাকা), ভূপাল (১১৮.০৭ টাকা), হায়দারাবাদ (১১৩.৭২ টাকা), ইন্দোর (১১৮.১১ টাকা), জয়পুর (১১৬.৬৭ টাকা), কোলাপুর (১১৫.২০ টাকা), নাগপুর (১১৪.৮৪ টাকা), নাসিক (১১৫.৪৮ টাকা), পাটনা (১১৩.১০ টাকা) পুনে (১১৪.৬৫ টাকা) প্রভৃতি শহর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন