
দিল্লি নির্বাচনে কেজরির বিরুদ্ধে তাঁকে দাঁড় করিয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছিল বিজেপি। চার হাজারেরও বেশি ভোটে আপ প্রধানকে হারিয়ে এখন জাতীয় রাজনীতির নজরে পরবেশ সাহিব সিং বর্মা।
নয়া দিল্লি কেজরির গড় হিসাবে পরিচিত। ভোট গণনার শুরুতে কেজরি ও পরবেশের মধ্যে জোর টক্কর হয়। কিন্তু গণনা যত এগোয় তত পিছিয়ে পড়তে থাকে কেজরি। অবশেষে গণনা শেষে নিজের গড়েই পরবেশের কাছে হারতে হয় কেজরিওয়ালকে।
কে এই পরবেশ?
রাজনৈতিক পরিবারেই বেড়ে ওঠা পরবেশের। তাঁর বাবা সাহিব সিং বর্মা ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা। পরবেশের কাকা আজাদ সিং ছিলেন উত্তর দিল্লি পুরসভার মেয়র।
পড়াশোনা
দিল্লিতেই পড়াশোনা করেছেন পরবেশ সাহিব সিং বর্মা। কলা বিভাগে স্নাতক। এরপর এমবিএ করেন তিনি।
রাজনৈতিক জীবন
২০১৩ সালে রাজনীতিতে প্রবেশ পরবেশের। মেহলৌরি আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়েন। ২০১৪ সালে পশ্চিম দিল্লি থেকে জিতে সাংসদ হন তিনি। এরপর ২০১৯ সালে ওই আসনে ফের জেতেন তিনি। এবার দিল্লি নির্বাচনে নয়া দিল্লি আসনে কেজরিকে হারিয়ে বিধায়ক হলেন পরবেশ।
মোট সম্পত্তির পরিমাণ
নির্বাচনী হলফনামা অনুযায়ী, পরবেশের মোট সম্পত্তির পরিমাণ ৭৭ কোটি ৮৯ লক্ষ। তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১৭ কোটি ৫৩ লক্ষ। পরবেশের আয়ের উৎস ব্যবসা। তবে বিজেপি নেতার ঋণ রয়েছে প্রচুর। হলফনামা অনুযায়ী, তাঁর ঋণের পরিমাণ ৬২ কোটি ৬০ লক্ষ টাকা। এছাড়া তাঁর কাছে রয়েছে ৯ লক্ষ, ৩৬ লক্ষ এবং ১১ লক্ষ টাকার তিনটি এসইউভি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন