

তিনবছরে ৩১ হাজারেরও বেশি মহিলা এবং কিশোরী নিখোঁজ হয়েছে মধ্যপ্রদেশে। সম্প্রতি মধ্যপ্রদেশ বিধানসভায় এমনই চাঞ্চল্যকর পরিসংখ্যান পেশ করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মধ্যপ্রদেশে ২৮ হাজার ৮৫৭ জন মহিলা এবং ২ হাজার ৯৪৪ জন কিশোরী নিখোঁজ হয়েছেন। কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের একটি প্রশ্নের জবাবে রাজ্য বিধানসভায় এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ২৮ জন মহিলা এবং তিনজন কিশোরী নিখোঁজ হন। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা সত্ত্বেও জানা যাচ্ছে সরকারি ভাবে মাত্র ৭২৪ টি নিখোঁজের মামলা নথিভুক্ত রয়েছে।
উজ্জয়নে শেষ ৩৪ মাসে ৬৭৬ জন মহিলা নিখোঁজ হয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে একটি মামলাও নথিভুক্ত করা হয়নি।
সব থেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছে ইন্দোর থেকে, ২ হাজার ৩৮৪ জন। শেষ এক মাসেই ইন্দোরে ৪৭৯ জন মহিলা নিখোঁজ হয়েছেন। কিন্তু মাত্র ১৫ টি নিখোঁজ মামলা নথিভুক্ত হয়েছে। সব থেকে বেশি কিশোরী নিখোঁজ হয়েছেন সাগর জেলায়, ২৪৫ জন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন