Lay Off: বিশ্বজুড়ে মন্দা, মার্কিন মুলুকে ছাঁটাই ২২ হাজার কর্মী, ভারতেও ১২ হাজার

আন্তর্জাতিক পর্যায়ে নেটফ্লিক্স (Netflix), আর্থিক পরিষেবা সংস্থা রবিনহুড (Robinhood) এবং বেশ কয়েকটি ক্রিপ্টো (Crypto) প্ল্যাটফর্মের মতো সংস্থা কর্মী ছাঁটাই করেছে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী

মন্দার প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তথ্য প্রযুক্তি ও নয়া উদ্যোগ (startup) শিল্পে চাকরি হারিয়েছেন ২২ হাজার কর্মী। ভারতও এই ক্ষেত্রে পিছিয়ে নেই। অস্তিত্ব রক্ষার তাগিদে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।

করোনাকালে লাভের মুখ দেখেছিল, এমন অনেক সংস্থা এখন নয়া বিপর্যয়ের মুখোমুখি। করোনার প্রকোপ কমে আসার কারণে মানুষের মধ্যে ব্যস্ততা বেড়েছে। সেইসঙ্গে বড় কোনও বিনিয়োগের অভাবে সংস্থাগুলি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে নেটফ্লিক্স (Netflix), আর্থিক পরিষেবা সংস্থা রবিনহুড (Robinhood) এবং বেশ কয়েকটি ক্রিপ্টো (Crypto) প্ল্যাটফর্মের মতো সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এই তালিকায় রয়েছে -

কয়েনবেস (Coinbase), জেমিনি (Gemini), ক্রিপ্টো ডট কম (crypto.com), ভোল্ড (Vauld), বাইবিট (Bybit), বিট পান্ডা (Bitpanda)-সহ একাধিক ক্রিপ্টো কারেন্সি বা এক্সচেঞ্চ সংস্থা কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে।

পোকেমন জিও (Pokemon GO), গেম ডেভেলপার নিয়ান্টিক ‘Niantic’ কোম্পানি, মোট কর্মী সংখ্যার ৮ % ছাঁটাই করতে চলেছে। সংখ্যার হিসাবে প্রায় ৮৫-৯০ জন কর্মী হবে। ইলন মাস্ক (Elon Musk) -র টেসলা (Tesla) বেতনভুক্ত ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে।

পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে, ২০২২ সালে এডুটেক এবং ই-কমার্স কোম্পানিগুলি বিনিয়োগের অভাবে ৬০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে।

ইতিমধ্যেই, ওলা (Ola), ব্লিনিকিট (Blinkit), বাইজু’স সংস্থার অধীনে হোয়াইট হ্যাট জুনিয়র (White Hat Junior) ও টপার (Toppr), আন-একাডেমি (Unacademy), বেদান্তু (Vedantu), কারস২৪ (Cars24), মোবাইল প্রিমিয়ার লিগ (Mobile Premier League বা MPL), লিডো লার্নিং (Lido Learning), এম-ফাইন (Mfine), ট্রেল (Trell), ফার-আই (farEye)-এর মতো কোম্পানিগুলি ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।

ছবি - প্রতীকী
Byju's Lay Off: মাত্রা ছাড়াচ্ছে মন্দা, একসঙ্গে ২৫০০ কর্মী ছাঁটাইয়ের পথে বাইজুস!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in