Nitin Gadkari: যে সবথেকে ভাল মানুষ ঠকাতে পারবে, সেই সেরা নেতা - মন্তব্য নীতিন গডকড়ির

People's Reporter: মন্ত্রী কিছুটা হাস্যরসের ছলে বলেন, “আমার কাজে (রাজনীতিতে) মন খুলে সত্য বলা নিষিদ্ধ। যে মানুষকে সবচেয়ে ভালোভাবে ঠকাতে পারেন, তিনিই সেরা নেতা হতে পারেন।”
নীতিন গডকড়ি
নীতিন গডকড়িফাইল ছবি
Published on

"যিনি মানুষকে সবচেয়ে ভালোভাবে ঠকাতে পারবেন, তিনিই সেরা নেতা হতে পারবেন!" নাগপুরে অখিল ভারতীয় মহানুভব পরিষদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি।

সোমবার ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সততা, নিষ্ঠা ও মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেন মন্ত্রী। নীতিন গডকড়ির মতে, শর্টকাট পথ অনেক সময় দ্রুত ফল দিলেও তা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।

তিনি বলেন, “কোনো কিছু পাওয়ার জন্য শর্টকাট পদ্ধতি থাকে। এতে মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছান। যেমন লালবাতি জ্বলে থাকা অবস্থায় নিয়ম ভেঙে রাস্তা পার হওয়া। কিন্তু শর্টকাট মানেই আপনাকে ছোট করে দেয়। তাই সততা, বিশ্বাসযোগ্যতা, নিষ্ঠা ও সত্যের মতো মূল্যবোধই জীবনের ভিত্তি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন - শেষে সত্যেরই জয় হয়।”

এরপরেই মন্ত্রী কিছুটা হাস্যরসের ছলে বলেন, “আমার কাজে (রাজনীতিতে) মন খুলে সত্য বলা নিষিদ্ধ। যে মানুষকে সবচেয়ে ভালোভাবে ঠকাতে পারেন, তিনিই সেরা নেতা হতে পারেন।”

অনুষ্ঠানে মহানুভব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা চক্রধর স্বামীর শিক্ষারও প্রশংসা করেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী। তিনি বলেন, “চক্রধর স্বামীর শিক্ষা আমাদের জীবনে অনুপ্রেরণা। সত্য, অহিংসা, শান্তি, মানবতা এবং সমতার মূল্যবোধ আমাদের জীবনের ভিত্তি হওয়া উচিত। পরিবর্তন আসবে তখনই, যখন আমরা ইতিবাচকতা ছড়াবো এবং কাউকে আঘাত করব না।”

বরাবরই নিজের সাহসী মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নীতিন গডকড়ি। এর আগেও তিনি প্রশাসনে শৃঙ্খলা আনার জন্য সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। গত বছর আবার তিনি মন্তব্য করেন, অনেকে কেবল ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার জন্য মতাদর্শ ত্যাগ করছেন, যা গণতন্ত্রের জন্য ভালো নয়।

এছাড়া কখনো তিনি বেআইনি গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫০০ টাকা পুরস্কারের প্রস্তাব দিয়েছেন, আবার কখনো গাড়ির হর্ন ভারতীয় বাদ্যযন্ত্রের সুরে বদলে দেওয়ার পরামর্শও দিয়েছেন।

নীতিন গডকড়ি
Javed Akhtar: মৌলবাদের কাছে নতিস্বীকার! রাজ্যে স্থগিত জাভেদ আখতারের অনুষ্ঠান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in