বিরোধী মহাজোটের আগামী বৈঠকে বাড়বে দলের সংখ্যা, থাকতে পারে NDA-র দুই শরিক

১৬টির জায়গায় আসন্ন বৈঠকে যোগ দিতে পারে মোট ২৪টি দল। যার মধ্যে থাকতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রাক্তন দুই সদস্য।
(বামদিক থেকে) রাহুল গান্ধী, নীতিশ কুমার, মল্লিকার্জুন খাড়গে এবং হেমন্ত সোরেন
(বামদিক থেকে) রাহুল গান্ধী, নীতিশ কুমার, মল্লিকার্জুন খাড়গে এবং হেমন্ত সোরেনফাইল ছবি

আগামী সপ্তাহের শুরুতেই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিজেপি বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠক। তবে পাটনার বৈঠকে উপস্থিত দলের সংখ্যার চেয়ে এবারের দলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর ১৬ নয়, আগামী ১৭-১৮ জুলাইয়ের মহাজোটের বৈঠকে অংশগ্রহণ করতে পারে মোট ২৪টি দল। যার মধ্যে থাকতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রাক্তন সদস্য তামিলনাড়ুর কঙ্গু দেসা মাক্কাল কাটচ (কে ডি এম কে) ও মারুমালারচি দ্রাবিড় মুন্নেত্রা কাজহাগাম (এম ডি এম কে)।

গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড সুপ্রিমো নীতিশ কুমারের আমন্ত্রণে পাটনায় বিজেপি বিরোধী মহাজোটের বৈঠক বসেছিল। সেখানে কংগ্রেস, এনসিপি, সিপিআইএম, আপ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস-সহ প্রায় ১৬টি বিজেপি বিরোধী দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

কিছুদিন আগেই দ্বিতীয় বৈঠকের স্থান-কাল ঠিক হয়েছে। কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে আগামী ১৭ ও ১৮ জুলাই বিরোধীরা আবার বৈঠকে বসবে বলে জানিয়েছে কংগ্রেস। কিন্তু সূত্রের খবর ১৬টির জায়গায় আসন্ন বৈঠকে যোগ দিতে পারে মোট ২৪টি দল। অর্থাৎ পাটনার বৈঠকে অনুপস্থিত নতুন আরও ৮টি দল ব্যাঙ্গালুরুর ‘মহা- বৈঠক’-এ অংশগ্রহণ করতে পারে। যেখানে তালিকায় প্রাক্তন এনডিএ সদস্য কেডিএমকে এবং এমডিএমকে ছাড়াও রয়েছে ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে), দ্য রেভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি), অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক (এআইএফবি), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল), পি.কে জোসেফের নেতৃত্বাধীন কেরালা কংগ্রেস এবং কে.এম মানির নেতৃত্বাধীন কেরালা কংগ্রেস।

সোমবার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী তথা রাজ্য কংগ্রেসের প্রধান ডি.কে শিবকুমার জানিয়েছেন, আসন্ন বিরোধী বৈঠকে প্রথমবারের জন্য যোগদান করতে পারেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও। উলেখ্য, এখনও পর্যন্ত বিজেপি বিরোধী মহাজোটের কোনও বৈঠকে অংশগ্রহণ করেননি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। আসন্ন বৈঠকে মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিরা কোন পথে এগোবে, সেই নিয়েই আলোচনা হবে।

(বামদিক থেকে) রাহুল গান্ধী, নীতিশ কুমার, মল্লিকার্জুন খাড়গে এবং হেমন্ত সোরেন
মামলার রায়ের উপর নির্ভর করবে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ, পঞ্চায়েত-হিংসা মামলায় মন্তব্য হাইকোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in