এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে নীতিশ কুমারের! বিস্ফোরক দাবি প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমার
প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমারফাইল ছবি

বিহারে জোট ভাঙলেও এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (CM Nitish Kumar)। শনিবার, এই দাবি আবার করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।

ট্যুইটারে, নীতিশকে কুমারকে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রশান্ত কিশোর লিখেছেন, 'নীতিশ কুমারজি, সত্যিই যদি বিজেপি/এনডিএ-র সঙ্গে যোগাযোগ না থাকে, তাহলে আপনার দলের নেতাকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদ ছাড়তে বলুন। সবসময় আপনি দু’দিকে থাকবেন, তা হতে পারে না।'

গতকালই প্রশান্ত কিশোর জানান, প্রায় ১৭ বছর মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতীশ কুমার। এর মধ্যে, ১৪ বছর বিজেপির সমর্থনে এই পদে রয়েছেন তিনি।

শনিবার একটি ভিডিও প্রকাশ করে প্রশান্ত কিশোর বলেন, 'বিজেপির বিরুদ্ধে দেশব্যাপী একটি বড় জোট তৈরি করছেন নীতিশ কুমার, এটি ভেবে অনেকই খুশি। তবে এটি বিশ্বাসযোগ্য নয়।'

এদিন তিনি বলেন, 'যতদূর আমি জানি, মহাগাঠবন্ধনের সাথে আছেন নীতীশ কুমার। তবে, বিজেপির সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি তিনি। এর সবচেয়ে বড় প্রমাণ হল রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ (Harivansh), যিনি জেডি-ইউ এমপি। তিনি এখনও পদ বা দল থেকে পদত্যাগ করেননি। মূলত, তাঁকে এটি করতে বলা হয়েছে।'

প্রশান্ত কিশোর দাবি করেন, 'এটা বোঝা কঠিন, তিনি (নীতীশ কুমার) জোট (এনডিএ) থেকে বেরিয়ে গেলেও কেন তার একজন সাংসদ এখনও রাজ্যসভায় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। আমি যতদূর জানি, বিজেপির সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি নীতিশ কুমার।'

একদা নীতিশ কুমারের দলে (JDU) ছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু 'দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করার' অভিযোগে ২০২০ সালে তিনি দল থেকে বহিষ্কৃত হন। তারপর থেকে বিহারের দুই রাজনৈতিক নেতার মধ্যে বৈরিতা স্পষ্ট হয়েছে।

জানা যাচ্ছে, দল থেকে বহিষ্কার হওয়ার পর বিহারে 'জন সুরাজ অভিযান' (Jan Suraaj Abhiyan) চালু করেছেন প্রশান্ত কিশোর। এবং আগামী ১০ বছরের মধ্যে দেশের শীর্ষ ১০ টি রাজ্যের মধ্যে বিহারকে তুলে আনতে 'বাত বিহার কি' (Baat Bihar Ki) নামে একটি কর্মসূচী নিয়েছেন তিনি।

প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমার
Uttar Pradesh: যোগী রাজ্যে ডেঙ্গি বৃদ্ধির সুযোগে ভুয়ো প্লেটলেট বিক্রির রমরমা! গ্রেফতার ১০
প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমার
Tripura: একাধিক রাজ্যে ভোটে হেরেও MLA কিনে সরকার গঠন করেছে বিজেপি - সীতারাম ইয়েচুরি
প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমার
Mid-Day Meal: যোগী রাজ্যে পড়ুয়াদের পাতে আবার নুন-ভাত! ভিডিও ভাইরাল - সাসপেন্ড প্রধান শিক্ষক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in