Nitin Gadkari: পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলেই ২৫,০০০ টাকা পুরস্কার! ঘোষণা গডকড়ির

People's Reporter: ২০২১ সালে প্রথম এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। সেই সময় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার।
নীতিন গডকরি
নীতিন গডকরিফাইল ছবি- সংগৃহীত
Published on

পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এবার থেকে পুরস্কার হিসাবে মিলবে ২৫ হাজার টাকা। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি। মূলত দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে দেশবাসীকে উৎসাহীত করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

২০২১ সালে প্রথম এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। সেই সময় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। দুর্ঘটনার প্রথম এক ঘন্টাকে গোল্ডেন আওয়ার হিসেবে উল্লেখ করা হয়। সেই সময়ের মধ্যে চিকিৎসা শুরু হলে বাঁচার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় বলে মত চিকিৎসকদের। পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমাতে এই উদ্যোগ নিয়েছিল সরকার। এবার পুরষ্কারের অঙ্ক আরও বাড়ানো হল।

সম্প্রতি নাগপুরের এক অনুষ্ঠানে নীতিন গডকড়ি জানান, ‘আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে যে পুরস্কার দেওয়া হয় তা যথেষ্ট নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘গুড সামারিটান’-এর মাধ্যমে আহতকে গুরুত্বপূর্ণ ওই এক ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কারের টাকা বাড়িয়ে ৫ হাজার থেকে ২৫ হাজার করা হবে’।

উল্লেখ্য, সম্প্রতি পথ দুর্ঘটনায় আহতদের জন্য ‘নগদহীন চিকিৎসা’র কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী। এই প্রকল্পটির অধীনে প্রথম এক সপ্তাহের চিকিৎসা খরচ বহন করবে সরকার। সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে কেন্দ্র। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই প্রকল্প। এছাড়া পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছিলেন নীতিন।

নীতিন গডকরি
Madhya Pradesh: ৪ সন্তানের জন্ম দিলেই মিলবে ১ লক্ষ টাকা! ঘোষণা সরকারি ব্রাহ্মণ বোর্ড প্রধানের
নীতিন গডকরি
Nitesh Rane: EVM নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য! বিজেপি নেতার বিরোধিতায় খোদ কেন্দ্রীয় মন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in