NewsClick: নিউজক্লিক মামলায় দিল্লি পুলিশকে সুপ্রিম কোর্টের নোটিশ, পরবর্তী শুনানি ৩০ অক্টোবর

People's Reporter: প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীর আইনজীবী কপিল সিব্বল ও দেবদত্ত কুমার আদালতে জানান ৭২ বছর বয়সী একজন ব্যক্তি কারাগারে আটক আছেন। তাই আরও আগে পরবর্তী শুনানির দিন ধার্য করা হোক।
শীর্ষ আদালতের দ্বারস্থ প্রবীর পুরকায়স্থ
শীর্ষ আদালতের দ্বারস্থ প্রবীর পুরকায়স্থগ্রাফিক্স - আকাশ
Published on

নিউজক্লিক গ্রেপ্তারি মামলায় দিল্লি পুলিশকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া নিউজক্লিকের এডিটর প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার হিউম্যান রিসোর্স প্রধান অমিত চক্রবর্তীর করা আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দিল্লি পুলিশকে এই নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী ৩০ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে।

বৃহস্পতিবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ দিল্লি পুলিশকে এই আবেদনের ভিত্তিতে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। এর আগে প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীর আইনজীবী কপিল সিব্বল ও দেবদত্ত কুমার আদালতে জানান ৭২ বছর বয়সী একজন ব্যক্তি কারাগারে আটক আছেন। তাই আরও আগে পরবর্তী শুনানির দিন ধার্য করা হোক। যদিও আদালত জানায় আগামীকাল শুক্রবার এই মামলার শুনানি সম্ভব নয়। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩০ অক্টোবর।

গত ৩ অক্টোবর নিউজক্লিকের অফিস এবং সংস্থার সাংবাদিক, কর্মীদের বাড়িতে তল্লাশির পর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে গ্রেপ্তার করা হয় সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার হিউম্যান রিসোর্স হেড শারীরিক প্রতিবন্ধী অমিত চক্রবর্তীকে। ৪ অক্টোবর তাঁদের পুলিশি হেফাজতে পাঠানো হয়। ১০ অক্টোবর থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তাঁরা।

দিল্লি পুলিশের এফআইআর অনুসারে, অভিযুক্তরা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নষ্ট করতে আইন বহির্ভূতভাবে কয়েক কোটি টাকা বিদেশ থেকে গ্রহণ করেছেন। অর্থের বিনিময়ে চীনা প্রচারমূলক খবর করার অভিযোগ রয়েছে নিউজক্লিকের বিরুদ্ধে।

গত সপ্তাহে, এই একই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের এক মামলার রায় উল্লেখ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রবীর পুরকায়স্থ এবং অমিত চক্রবর্তী। কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি তুষার রাও গেদেলা তাঁদের আবেদন খারিজ করে দিয়ে হেফাজত বহাল রাখে। দিল্লি হাইকোর্ট এই প্রসঙ্গে জানায়, ইউএপিএ-র অধীনে গ্রেপ্তারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায়ের উল্লেখ কার্যকরী নয়।

হাইকোর্টে আবেদনকারীরা জানিয়েছিলেন, তাঁদের গ্রেপ্তার এবং হেফাজত সম্পূর্ণ বেআইনি। কারণ তাঁদের গ্রেপ্তারের সময় কোনও কারণ দেখানো হয়নি। যে নির্দেশে শীর্ষ আদালতের রায়কে সরাসরি লঙ্ঘন করা হয়েছে। এই প্রসঙ্গে হাইকোর্ট জানায়, ইউএপিএ আইনে গ্রেপ্তারির সময় কারণ দেখানো বাধ্যতামূলক নয়।

শীর্ষ আদালতের দ্বারস্থ প্রবীর পুরকায়স্থ
লাইক, রিপোস্ট, কমেন্ট করতেও এবার থেকে লাগবে টাকা! আর কী জানালো এক্স?
শীর্ষ আদালতের দ্বারস্থ প্রবীর পুরকায়স্থ
এবার NDA জোটের অন্দরেই উঠল জাত গণনার দাবি! অবিলম্বে তথ্য প্রকাশের আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in