লাইক, রিপোস্ট, কমেন্ট করতেও এবার থেকে লাগবে টাকা! আর কী জানালো এক্স?

People's Reporter: ইতিমধ্যেই যারা এই মাধ্যম ব্যবহার তাঁদের কোনোরকম সাবক্রিপশন ফি দিতে হবে না। কিন্তু নতুন ব্যবহারকারীরা এই ফি না দিলে কেবলমাত্র পোস্ট দেখা, ভিডিও দেখা ছাড়া আর কিছুই করতে পারবেন না।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার (বর্তমানে X) এবার থেকে তাঁদের ব্যবহারকারীদের থেকে প্রাথমিক ফিচারগুলি ব্যবহার করার জন্য বার্ষিক একটি স্বল্প মূল্যের সাবক্রিপশন ফি নেবে। মঙ্গলবার এমনটাই জানা গেল টুইটার কর্তৃপক্ষ সূত্রে। শুধুমাত্র মাধ্যমটির ওয়েব ভার্সনকে কাজে লাগিয়ে অন্যের করা পোস্টে লাইক, রিপোস্ট, কিংবা কারোর পোস্ট উদ্ধৃতি দেওয়ার মতো একেবারে প্রাথমিক ফিচারগুলি ব্যবহার করার জন্য এখন থেকে টাকা দিতে হবে। নির্ধারিত ওই মূল্য প্রতিদেশের বৈদেশিক মুদ্রা মিনিময় হারের উপর নির্ভর করবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার X কর্তৃপক্ষ সূত্রে খবর, ক্ষতিকারক BOT এবং স্প্যামারদের বিরুদ্ধে কোম্পানির নয়া পদক্ষেপ হিসেবে একটি নতুন সাবক্রিপশন মডেল নিয়ে আসা হচ্ছে। এই ‘নট আ বট’ মডেল অনুযায়ী, এখন থেকে টুইটারের ওয়েব ভার্সন থেকে লাইক, রিপোস্ট, অন্য অ্যাকাউন্টের পোস্টকে উদ্ধৃত করার জন্য ব্যবহারীদের বার্ষিক ১ ডলার সাবক্রিপশন ফি দিতে হবে।

কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, আপাতত প্রাথমিকভাবে নিউজিল্যান্ড ও ফিলিপিন্সের ব্যবহারকারীদের দিয়েই এই পরীক্ষামূলক দৌড় শুরু করা হবে। ইতিমধ্যেই যারা এই মাধ্যম ব্যবহার তাঁদের কোনোরকম সাবক্রিপশন ফি দিতে হবে না। কিন্তু নতুন ব্যবহারকারীরা এই ফি না দিলে তারা কেবলমাত্র পোস্ট দেখা ও পড়া, ভিডিও দেখা এবং অন্যদের ফলো করা ছাড়া আর কিছুই করতে পারবেন না।

চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, X (সাবেক টুইটার)-এর সিইও লিন্ডা ইয়াকারিনো ঋণদাতাদের সঙ্গে দেখা করে তাঁদের কোম্পানির নয়া ত্রিস্তরীয় সাবক্রিপশন মডেলের কথা জানিয়েছেন যেখানে ব্যবহারকারীকে কতগুলি বিজ্ঞাপন দেখানো হচ্ছে তার উপরে সাবক্রিপশন ফি নির্ধারিত হবে।

প্রতীকী ছবি
ভারতে ৯৮% মানুষ AI-এর সাহায্যে কাজ করার ক্ষেত্রে উৎসাহী, দাবি রিপোর্টে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in