
বিয়ের সময় যৌতুক (Dowry)) হিসেবে ৮০০ গ্রাম বা ৮০ ভরির সোনার গয়না এবং ৭০ লক্ষ টাকার একটি ভলভো গাড়ি দেওয়া হয়েছিল। তারপরও যৌতুকের জন্য নির্যাতন (Dowry Torture) চলত নববধূর উপর। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন রিধন্যা মন্ডিপালায়ম। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুপ্পুরে। জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিলে ২৭ বছর বয়সী রিধন্যা মন্ডিপালায়মের সঙ্গে ২৮ বছর বয়সী কাভিন কুমারের বিয়ে হয়েছিল। রিধন্যার বাবা আন্নাদুরাইয় ছিলেন একটি পোশাক কোম্পানির মালিক।
পুলিশ সূত্রে খবর, গত রবিবার মন্দিরে যাওয়ার নাম করে গাড়ি নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন রিধন্যা। এরপর পথেই গাড়ি থামিয়ে কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন তিনি। এলাকার পার্কে বহুক্ষণ গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে গাড়ির ভিতর থেকে রিধন্যার দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আত্মঘাতী হওয়ার আগে রিধন্যা তাঁর বাবাকে হোয়াটসঅ্যাপে সাতটি অডিও বার্তা পাঠিয়েছিলেন। যেখানে তিনি জানান, নির্যাতন সহ্য না করতে পেরে এই পদক্ষেপ নিচ্ছেন তিনি। এই পদক্ষেপের জন্য বাবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
রিধন্যা তাঁর বাবাকে জানিয়েছিলেন, "প্রতিদিন আমি আর এই মানসিক নির্যাতন সহ্য করতে পারছি না। এই কথাগুলো কাকে বলব জানি না। সকলেই বলছে মানিয়ে নিতে। কেউ আমার কষ্ট বুঝতে চাইছে না"। তিনি আরও জানান, "আমার আশেপাশে সকলেই অভিনয় করছে। আমি সারাজীবন তোমার বোঝা হতে চাই না। এবার আমি কোনও ভুল করিনি। আমার এই জীবন পছন্দ না। তাঁরা আমাকে মানসিকভাবে নির্যাতন করছে এবং কাভিন আমাকে শারীরিক ভাবে নির্যাতন করছে"।
রিধন্যা জানিয়েছিলেন, "তুমি আর মা আমার পৃথিবী। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমিই আমার আশা ছিলে, কিন্তু আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। তুমি খোলাখুলিভাবে এটা বলতে পারছো না, তবুও তুমি আমাকে এভাবে দেখতে পারছো না। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমি দুঃখিত বাবা, সবকিছু শেষ হয়ে গেছে। আমি চলে যাচ্ছি"।
এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে স্বামী কাভিন, শ্বশুর ইশ্বরমূর্তি এবং শাশুড়ি চিত্রাদেবীকে। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন