Maha Kumbh: কুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল! দাবি বিবিসি-র অন্তর্তদন্তমূলক রিপোর্টে

People's Reporter: বিবিসি-র রিপোর্টে দাবি করা হয়েছে, পদপিষ্টে নিহতদের মধ্যে ২৬ জনের পরিবারের হাতে চুপিসারে এক-পঞ্চমাংশ ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া বাকি ১৮ জন মৃতের পরিবারকে কোনও ক্ষতিপূরণই দেওয়া হয়নি।
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনাছবি সংগৃহীত
Published on

সরকারী পরিসংখ্যান অনুযায়ী, গত জানুয়ারি মাসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় (Prayagraj Mahakumbh 2025) পদপিষ্টের ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু সম্প্রতি বিবিসি-র অন্তর্তদন্তমূলক (BBC) একটি রিপোর্টে দাবি করা হয়েছে কমপক্ষে ৮২ জনের মৃত্যু হয়েছিল ওই পদপিষ্টের ঘটনায়। ব্রিটিশ সংবাদমাধ্যমটির এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই উত্তরপ্রদেশের যোগী সরকারের দেওয়া পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবিসি-র রিপোর্টে দাবি করা হয়েছে, পদপিষ্টে নিহতদের মধ্যে ২৬ জনের পরিবারের হাতে চুপিসারে এক-পঞ্চমাংশ ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া বাকি ১৮ জন মৃতের পরিবারকে কোনও ক্ষতিপূরণই দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটির রিপোর্টে।

যদিও সে সময় উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ৩৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৫ জনের পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছিল। একজনের দেহ শনাক্ত করা যায়নি। এবং বাকি একজনের কোনও নিকটাত্মীয়ের সন্ধান না মেলায় কোনও ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।

বিবিসি-র রিপোর্টে দাবি করা হয়েছে, জানুয়ারিতে কুম্ভের পদপিষ্টের ঘটনার পর ১১টি রাজ্য ছড়িয়ে থাকা ১০০টি এমন পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা, যাঁদের কেউ না কেউ কুম্ভে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। কোনও সংশয় ছাড়াই তথ্যপ্রমাণের ভিত্তিতে ৮২ জনের মৃত্যুর খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

বিবিসি-র রিপোর্টে উঠে এসেছে ৬২ বছর বয়সী তারা দেবীর প্রসঙ্গ। বিবিসি দাবি করেছে, তারা দেবী কুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। যেহেতু উত্তরপ্রদেশ সরকার মৃতের তালিকা প্রকাশ করেনি, সেজন্য সরকারের খাতায় তারা দেবী মৃত কিনা, তা স্পষ্ট নয়।

তবে তারা দেবীর ছেলে দাবি করেছেন, গত ২৪ মার্চ উত্তরপ্রদেশ পুলিশের একটি দল বিহারের গোপালগঞ্জে তাঁর বাড়িতে গিয়ে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দিয়ে আসেন। পরিবারকে জানানো হয়েছিল, বাকি ২০ লক্ষ টাকা পরে দেওয়া হবে।

মৃতদের পরিবারের ক্ষোভের কথা তুলে ধরা হয়েছে বিবিসি-র রিপোর্টে। মৃতদের পরিবারের একাংশের দাবি, পদপিষ্ট হয়ে মারা গেলেও মৃত্যুর কারণ হিসাবে রোগ বা অন্য কারণ দেখানো হচ্ছে। পরিজনদের অভিযোগ, এইভাবে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করতে চাইছে সেরাজ্যের সরকার।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মৌনি অমাবস্যা উপলক্ষ্যে শাহী স্নান ছিল প্রয়াগরাজের কুম্ভমেলায়। গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমে স্নান করার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, পদপিষ্টের ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছিল।

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা
PM Modi: ৮ দিনের জন্য পঞ্চদেশীয় সফরে গেলেন পিএম মোদী! ব্রাজিলে ব্রিকস শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in