
নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর পরেই বিরোধীদের নিশানায় উঠে এল কেন্দ্রীয় সরকার। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের পর এবার কেন্দ্রকে আক্রমণের নিশানা করলেন ইন্ডিয়া মঞ্চের অপর শরিক শিবসেনা (ইউবিটি)-র সাংসদ।
রবিবার সকালে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) জানান – ‘বন্দে ভারতের কিছু নতুন রিল শীঘ্রই আসছে’। যার আগে তিনি লেখেন – "পদপিষ্টের সময়রেখা: - পদদলিত নয়, কেবল গুজব (এনআর- পিআরও), পদদলিতের মতো পরিস্থিতি (মিডিয়া), পরিস্থিতি নিয়ন্ত্রণে (মন্ত্রী), জনসমাগমমুক্ত রেলস্টেশনের দৃশ্য (বিজেপি আইটি সেল), ১৫ জনের মৃত্যুর খবর, রাজনীতি করার সময় নয়/ওহ দেখো আ গয়ে গিদ্ধ (বিজেপি সমর্থক), অতিরিক্ত জনসংখ্যা (বিজেপি ট্রোল), কোনও নেতার এগিয়ে আসা উচিত এবং ভারতীয় জনতাকে শৃঙ্খলা শেখানো উচিত (বিজেপি সেলিব্রিটিদের সমর্থন করছে), মৃতের সংখ্যা ১৮, একজন যাত্রী পিছলে যাওয়ার ফলে পদদলিত হয়েছিল (এনআর-পিআরও)।" যে বিবরণের মধ্যে দিয়ে তিনি পদপিষ্ট হবার ঘটনার পর থেকে কীভাবে পুরো বিষয়টিকে নিয়ে কে কী বলেছেন বা বলতে পারেন তার উল্লেখ করেছেন।
অন্য এক ট্যুইটে তিনি প্রশ্ন তোলেন, "এই পদপিষ্ট হওয়ার জন্য কে দায়ী, কারণ এটি রিল মন্ত্রী বা ভারত সরকার হতে পারে না:
- যাত্রী?
- বিরোধী দল?
- যে সাংবাদিকরা সত্য উদঘাটন করছেন?
- জবাব চাইছেন ভারতীয়রা?
কংগ্রেস নেতা পবন খেরা সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “গত রাতে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে যে পদপিষ্ট হবার ঘটনা ঘটেছে, তাতে সরকারের মুখোশ খুলে গেছে। রেল প্রশাসন এবং রেলমন্ত্রী অতিরিক্ত ভীড়কে কারণ হিসেবে দাঁড় করিয়ে এর পক্ষে কথা বলছিলেন। যথাযথ প্রশাসনিক ব্যবস্থার অভাবে অতিরিক্ত ভীড় হয়েছে। দিল্লির লেফট্যানেন্ট গভর্নরের টুইটটি এডিট করা হয়েছে। এঁরা শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি নিয়ে চিন্তিত, এঁরা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছেন। এখনও পর্যন্ত কোনও হেল্পলাইন প্রকাশ করা হয়নি। পরিষ্কারের জন্য একটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছিল। সমস্ত সিসিটিভি ফুটেজ প্রকাশ করা উচিত। প্ল্যাটফর্ম নম্বরে বিভ্রান্তি ছিল... স্পষ্ট করে সব কিছুর জবাব দেওয়া উচিত।”
অন্যদিকে, সংবাদসংস্থা এএনআই-কে এই ঘটনায় মৃতের এক আত্মীয় জানিয়েছেন, আচমকাই ঘোষণা করা হয় যে ট্রেন ১৪ নম্বর প্ল্যাটফর্মে আসবে। এরপরেই যাত্রীরা হুড়োহুড়ি করে ওই প্ল্যাটফর্মে যাবার চেষ্টা করেন। তখনই দুর্ঘটনা ঘটে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন