Tahawwur Rana: কড়া নিরাপত্তার মধ্যে আমেরিকা থেকে ভারতে আনা হল মুম্বই হামলার 'মূলচক্রী' রানাকে

People's Reporter: রানার নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ‘মার্কসম্যান’ গাড়ি, যা উচ্চমাত্রার আক্রমণ প্রতিহত করতে সক্ষম।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

আমেরিকা থেকে ভারতে আনা হচ্ছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলচক্রী তাহাউর রানাকে। কার্যত দিল্লির বেশ কয়েকটি অঞ্চল নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

সূত্রের খবর, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানা, যিনি একজন প্রাক্তন পাকিস্তানি সেনা সদস্য, তাকে দিল্লির পালাম বিমানবন্দর থেকে বুলেটপ্রুফ গাড়িতে করে জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। তাকে নিয়ে যাওয়ার জন্য কনভয়ে সাঁজোয়া গাড়ি ও SWAT (Special Weapons and Tactics) কমান্ডো উপস্থিত রাখা হয়েছে।

রানার নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ‘মার্কসম্যান’ গাড়ি, যা উচ্চমাত্রার আক্রমণ প্রতিহত করতে সক্ষম। এই ধরণের গাড়ি সাধারণত সন্ত্রাসী বা গ্যাংস্টারদের আদালতে নিয়ে যাওয়ার সময় ব্যবহার করা হয়।

তাকে দিল্লিতে ফেরানোর পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করবে NIA এবং ভার্চুয়াল আদালতে পেশ করা হবে। তাকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হতে পারে।

NIA-এর একটি বিশেষ টিম, যার সদস্য সংখ্যা ১২ জন, রানাকে জিজ্ঞাসাবাদ করবে। তদন্তকারীদের মতে, রানা তার ইমিগ্রেশন ব্যবসার আড়ালে হামলার প্রস্তুতিতে সাহায্য করেছিল। এই হামলার রেকি বা গোয়েন্দা তৎপরতা চালিয়েছিল পাকিস্তানি-মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে চালানো হয়েছিল সন্ত্রাসবাদী হামলা, যাতে প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। ধৃত একমাত্র সন্ত্রাসী আজমল কাসাবকে ২০১২ সালে ফাঁসি দেওয়া হয়। তাহাউর রানার প্রত্যর্পণ এই মামলায় নতুন মোড় এনে দিতে পারে।

প্রতীকী ছবি
Bihar: ভোট বড় বালাই! ৪০ ডিগ্রি গরমে বিহারে কম্বল বিতরণ করলেন বিজেপি মন্ত্রী
প্রতীকী ছবি
Ram Rahim: ফের ২১ দিনের প্যারোলে মুক্তি রাম রহিমের! এই নিয়ে ১৩ বার জেলের বাইরে ডেরা প্রধান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in