'বিকৃত না সত্য?' ছবি নিয়ে মোদীকে কটাক্ষ BJP নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে লিখেছেন, ‘এই ছবি বিকৃত না সত্য? ব্যক্তিগতস্তরে মোদীর নকল অঙ্গভঙ্গি নিয়ে রসিকতা করেন মার্কিন কর্মকর্তারা। মোদীকে ফটো তোলার লালসা বন্ধ করতে হবে, না হলে এটি বুমেরাং হতে পারে।’
মোদী ও বিডেনের এই ছবি নিয়েই কটাক্ষ করেছেন সুব্রহ্মণ্যম স্বামী
মোদী ও বিডেনের এই ছবি নিয়েই কটাক্ষ করেছেন সুব্রহ্মণ্যম স্বামী

গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে, জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার, সেই ছবি তুলে ধরে মোদীকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

নরেন্দ্র মোদীর সমালোচক বলে পরিচিত সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে লিখেছেন, ‘এই ছবি morphed (বিকৃত) না সত্য? ব্যক্তিগতস্তরে মোদীর নকল অঙ্গভঙ্গি নিয়ে রসিকতা করেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু, ভারতীয়দের জন্য একথা খুবই দুঃখ বেদনাদায়ক। মোদীকে ফটো তোলার লালসা বন্ধ করতে হবে, তা না হলে এটি বুমেরাং হতে পারে।’

জানা যাচ্ছে, ১৫ নভেম্বর, বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এদিনের আলোচনায়, দুই দেশের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি, অ্যাডভান্সড্‌ কম্প্যুটিং, কৃত্রিম মেধা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের কথা উঠে আসে।

কিন্তু, মোদীর ছবি নিয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর এই কটাক্ষ নতুন মাত্রা পেয়েছে।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিশানা করে টুইট করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। গত ৩১ অক্টোবর টুইটারে তিনি লেখেন, ‘আমি আশা করি মোদী এবং শাহ আমার বিরুদ্ধে হরেন পাণ্ড্যর মতো কিছু করার পরিকল্পনা করেননি। তা যদি হয়, আমার বন্ধুদের সতর্ক করতে হবে। মনে রাখবেন, আমি যতটা ভাল পেয়েছি ততটাই দিয়েছি। এই দুজন RSS-এর শীর্ষে যাঁরা আছেন তাঁদেরকেও ভাঁওতা দিয়েছেন।’

জানা যাচ্ছে, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হরেন পাণ্ড্য। তবে, তিনি মোদী-শাহের বিরোধী গোষ্ঠী লোক বলে দাবি করা হয়। গোধরা পরবর্তী অশান্তির পর, ২০০৩ সালের ২৬ মার্চ প্রাতঃভ্রমণে গিয়ে খুন হন গুজরাটের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী।

গাড়ির ভিতর দীর্ঘ সময় গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিলেন তিনি। প্রায় ঘণ্টা দুয়েক পর মন্ত্রীর দেহ উদ্ধার হয়। কে খুন করল মন্ত্রীকে? বলা হয়, গোধরা পরবর্তী অশান্তির জেরেই খুন হয়েছিলেন গুজরাটের তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই তথ্য মানতে নারাজ অনেকেই। আর, সেই ইস্যু তুলে, আবার মোদী-শাহকে নিশানা করেন সুব্রহ্মণ্যম স্বামী।

মোদী ও বিডেনের এই ছবি নিয়েই কটাক্ষ করেছেন সুব্রহ্মণ্যম স্বামী
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির জেরে বাতিল পুরো প্যানেল, বিপাকে ৩৫ হাজার প্রার্থী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in