
জোরপূর্বক 'জয় শ্রী রাম' স্লোগান বলানো এবং মারধর করা হয়েছে ১১ বছরের এক নাবালককে। বৃহস্পতিবার, এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ইন্দোরের নিপানিয়া এলাকায়। স্থানীয় স্টার স্কোয়ারের কাছে খেলছিল ওই নাবালক। সেসময় অভিযুক্তরা তার কাছে এসে, তাকে বাইপাসের কাছে একটি দোকান থেকে আরও ভালো খেলনা কিনে দেওয়ার নাম করে নিয়ে যায়। তারপর, ওই নাবালকের জামাকাপড় খুলে মারধর করা হয় এবং 'জয় শ্রী রাম', 'পাকিস্তান মুরদাবাদ' শ্লোগান দিতে বাধ্য করা হয়।
এরপর, কোনও ক্রমে ওই নাবালক ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়। এরপরে, স্থানীয় থানায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন নির্যাতিত নাবালকের পরিবার।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে শোনা যাচ্ছে, এক নাবালক যন্ত্রণায় কাতরাচ্ছে, আর অভিযুক্ত ওই নাবালককে তার জামাকাপড় খুলতে এবং 'জয় শ্রী রাম', 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান দিতে বাধ্য করছে।
একজন সিনিয়র পুলিশ অফিসার সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, 'অভিযুক্তরা এবং নির্যাতিত সকলেই একে অপরের পরিচিত ছিল। আমরা অভিযুক্তদের আটক করেছি এবং আইপিসি-র বিভিন্ন ধারায় মামলা রুজু করেছি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না করার জন্য আমরা লোকদের অনুরোধ করছি, কারণ অভিযুক্তরা এবং ভিকটিম সকলেই নাবালক। অভিযুক্তরা ঠিক কী কারণে এই কাজ করেছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।'