

বাজেট বরাদ্দ এক তৃতীয়াংশ কমানোর পরেও দেশের ১৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মনরেগা-র (MGNREGA) মজুরি খাতে ৬,৩৬৬ কোটি টাকা বকেয়া রয়েছে। বুধবার এই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ২০০৫ সালে আজকের দিনেই বামেদের প্রস্তাবে এইদিনেই চালু হয় মনরেগা প্রকল্প।
এদিন এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইট) কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, ২০০৫ সালে এই দিনে কংগ্রেস-ইউপিএ সরকার কোটি কোটি মানুষের জন্য কাজের অধিকার নিশ্চিত করতে MGNREGA প্রণয়ন করেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর আমলে এই প্রকল্প চালু হয়।
ওই বার্তাতেই তিনি আরও লেখেন, যদিও মোদী সরকার এই প্রকল্পের ব্যয়বরাদ্দ ৩৩ শতাংশ কমিয়েছে এবং এই বছরে ১৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে MGNREGA মজুরি বাবদ ৬,৩৬৬ কোটি টাকা বকেয়া আছে তবুও কংগ্রেস সরকারের আমলে শুরু হওয়া এই প্রকল্পে এখনও ১৪.৪২ কোটি সক্রিয় কর্মী আছে, যাদের মধ্যে অর্ধেকই মহিলা।
খাড়গে লিখেছেন, কোভিড-১৯ মহামারীর লকডাউনের সময় MGNREGA এক জীবন রক্ষাকারী প্রকল্প হিসেবে কাজ করেছে এবং ওই কঠিন সময়ে কোটি কোটি শ্রমিকের জীবনযাত্রা বাঁচিয়ে রাখতে সহায়ক ভূমিকা নিয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন