

কেন্দ্রের মোদী সরকার মণিপুরের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে, সংসদের মর্যাদা বুলডোজারের নীচে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সোমবার সংসদের সামনে এই ভাষাতেই কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা।
সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ বলেন, মোদী সরকারের মণিপুর শব্দ নিয়েই ঘৃণা আছে। তাই গত ৮ থেকে ৯ দিন ধরে তারা সংসদে মণিপুর নিয়ে কোনও আলোচনাই চাইছে না।
ইন্ডিয়ার ৬৮ জন সংসদ লিখিতভাবে সংসদে জানিয়েছেন যে, সংসদে সমস্ত কাজকর্ম বন্ধ করে মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করা উচিত। কিন্তু সরকার সেই আবেদনে কোনও গুরুত্ব দিচ্ছে না।
সূরজেওয়ালা বলেন, মণিপুরের বিজেপি বিধায়ক নিজে জানিয়েছেন ওখানে মুখ্যমন্ত্রীর মদতে হিংসা হচ্ছে। বহু আগেই ওখানকার সরকারকে বরখাস্ত করে দেওয়া দরকার। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর প্রত্যক্ষ মদতে সংসদে মণিপুর নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মণিপুরের সাধারণ মানুষের কাছে মাফ চাওয়া উচিত। মণিপুরের সাধারণ মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে তা কীভাবে উপশম করবেন তা প্রধানমন্ত্রীর ভাবা উচিত।
রণদীপ সুরজেওয়ালা আরও বলেন, সরকার চাইছে সংসদে বিরোধীরা যেন মুখ না খুলতে পারে। আমাদের দাবি প্রধানমন্ত্রীকে সংসদে আসতে হবে। প্রধানমন্ত্রীকে মণিপুরের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না তা হবে, ততক্ষণ ইন্ডিয়ার সাংসদরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। সংসদে বিরোধী নেতাকে বলতে দেওয়া না হলে অন্য সদস্যদের কী হবে? এখানে সত্যের গলা টিপে ধরা হচ্ছে, মণিপুরের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন