

বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রীর মাথায় হলুদের গুঁড়ো ঢেলে দিলেন এক ব্যক্তি। মহারাষ্ট্রের সোলাপুরের সরকারি অতিথিশালায় এই ঘটনা ঘটেছে। এক ব্যক্তি রাজ্যের রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে-পাতিলের মাথায় হলুদের গুঁড়ো ছড়িয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে।
শুক্রবার দুপুরে টুইটারে (বর্তমানে X) ভাইরাল হয়েছে ওই ভিডিও। সুধীর সূর্যবংশী নামক এক নেটাগরিকের প্রকাশিত ওই ভিডিওতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে-পাতিল দাঁড়িয়ে একটি চিঠি পড়ছেন এবং তার দুই পাশে দুই জনৈক ব্যক্তি, তাঁদের গলায় হলুদ ওড়না। হঠাৎই একপাশের ব্যক্তি পকেট থেকে হলুদ গুঁড়োর প্যাকেট বের করে তা ভিখে-পাতিলের মাথায় ছড়িয়ে দেন। যদিও এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে বর্ষীয়ান ওই বিজেপি নেতার অনুগামীরা ওই ব্যক্তিকে আক্রমণ করেন এবং তাকে মারধর শুরু করেন।
ওই ব্যক্তিকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন মন্ত্রীর সমর্থকরা। মারধরের সময় এবং সংশ্লিষ্ট ঘর থেকে বের করে পুলিশের হাতে তুলে দেওয়ার গোটা সময়ে ওই ব্যক্তিকে মহারাষ্ট্রে ধাঙর সম্প্রদায়কে তফশিলি উপজাতির সংরক্ষণ দেওয়ার দাবিতে স্লোগান দিতে শোনা গিয়েছে ওই ভিডিওতে। ভিখে-পাতিল অবশ্য এই ঘটনাকে হালকাভাবেই নেওয়ার চেষ্টা করেছেন। রাজস্বমন্ত্রী জানিয়েছেন, “হলুদের গুঁড়ো একটা পবিত্র জিনিস। এটা একটা আনন্দের মুহূর্ত ছিল, আর কিছুই নয়। ধাঙর সম্প্রদায়ের সংরক্ষণ নিয়ে সরকার খুবই সংবেদনশীল।”
বিগত বহুদিন ধরে মহারাষ্ট্রের ধাঙর সম্প্রদায়ের মানুষ সরকারের কাছে তাঁদের জন্য তফশিলি উপজাতি (ST) সংরক্ষণ চাইছেন। এই মুহূর্তে তারা মহারাষ্ট্রে সংরক্ষণ আইনের আওতায় বিমুক্ত জাতি এবং যাযাবর উপজাতি (Vimukta Jati & Nomadic Tribes: VJNT) হিসেবে মাত্র ৩.৫ শতাংশ সংরক্ষণ পান। তবে ভারতের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে ধাঙর সম্প্রদায়কে তফশিলি জাতি (SC)-এর সংরক্ষণ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের ৫২ শতাংশ সংরক্ষণের মধ্যে তফশিলি জাতি ও উপজাতি পায় যথাক্রমে ১৩ ও ৭ শতাংশ সংরক্ষণ, অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) পায় ১৯ শতাংশ আর VJNT, বিশেষ অনগ্রসর শ্রেণী (SBC) ও যাযাবর উপজাতি (NT) সব মিলিয়ে পায় ১৩ শতাংশ সংরক্ষণ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন