Maharashtra: বিজেপি মন্ত্রীর মাথায় প্যাকেট ভর্তি হলুদ গুঁড়ো ঢাললেন এক ব্যক্তি, ভাইরাল ভিডিও

People's Reporter: রাজস্বমন্ত্রী বিষয়টিকে হালকা ভাবে নিয়ে জানিয়েছেন, “হলুদের গুঁড়ো একটা পবিত্র জিনিস। এটা একটা আনন্দের মুহূর্ত ছিল, আর কিছুই নয়।"
Maharashtra: বিজেপি মন্ত্রীর মাথায় প্যাকেট ভর্তি হলুদ গুঁড়ো ঢাললেন এক ব্যক্তি, ভাইরাল ভিডিও
ছবি সংগৃহীত

বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রীর মাথায় হলুদের গুঁড়ো ঢেলে দিলেন এক ব্যক্তি। মহারাষ্ট্রের সোলাপুরের সরকারি অতিথিশালায় এই ঘটনা ঘটেছে। এক ব্যক্তি রাজ্যের রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে-পাতিলের মাথায় হলুদের গুঁড়ো ছড়িয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে।

শুক্রবার দুপুরে টুইটারে (বর্তমানে X) ভাইরাল হয়েছে ওই ভিডিও। সুধীর সূর্যবংশী নামক এক নেটাগরিকের প্রকাশিত ওই ভিডিওতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে-পাতিল দাঁড়িয়ে একটি চিঠি পড়ছেন এবং তার দুই পাশে দুই জনৈক ব্যক্তি, তাঁদের গলায় হলুদ ওড়না। হঠাৎই একপাশের ব্যক্তি পকেট থেকে হলুদ গুঁড়োর প্যাকেট বের করে তা ভিখে-পাতিলের মাথায় ছড়িয়ে দেন। যদিও এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে বর্ষীয়ান ওই বিজেপি নেতার অনুগামীরা ওই ব্যক্তিকে আক্রমণ করেন এবং তাকে মারধর শুরু করেন।

ওই ব্যক্তিকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন মন্ত্রীর সমর্থকরা। মারধরের সময় এবং সংশ্লিষ্ট ঘর থেকে বের করে পুলিশের হাতে তুলে দেওয়ার গোটা সময়ে ওই ব্যক্তিকে মহারাষ্ট্রে ধাঙর সম্প্রদায়কে তফশিলি উপজাতির সংরক্ষণ দেওয়ার দাবিতে স্লোগান দিতে শোনা গিয়েছে ওই ভিডিওতে। ভিখে-পাতিল অবশ্য এই ঘটনাকে হালকাভাবেই নেওয়ার চেষ্টা করেছেন। রাজস্বমন্ত্রী জানিয়েছেন, “হলুদের গুঁড়ো একটা পবিত্র জিনিস। এটা একটা আনন্দের মুহূর্ত ছিল, আর কিছুই নয়। ধাঙর সম্প্রদায়ের সংরক্ষণ নিয়ে সরকার খুবই সংবেদনশীল।”

বিগত বহুদিন ধরে মহারাষ্ট্রের ধাঙর সম্প্রদায়ের মানুষ সরকারের কাছে তাঁদের জন্য তফশিলি উপজাতি (ST) সংরক্ষণ চাইছেন। এই মুহূর্তে তারা মহারাষ্ট্রে সংরক্ষণ আইনের আওতায় বিমুক্ত জাতি এবং যাযাবর উপজাতি (Vimukta Jati & Nomadic Tribes: VJNT) হিসেবে মাত্র ৩.৫ শতাংশ সংরক্ষণ পান। তবে ভারতের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে ধাঙর সম্প্রদায়কে তফশিলি জাতি (SC)-এর সংরক্ষণ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের ৫২ শতাংশ সংরক্ষণের মধ্যে তফশিলি জাতি ও উপজাতি পায় যথাক্রমে ১৩ ও ৭ শতাংশ সংরক্ষণ, অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) পায় ১৯ শতাংশ আর VJNT, বিশেষ অনগ্রসর শ্রেণী (SBC) ও যাযাবর উপজাতি (NT) সব মিলিয়ে পায় ১৩ শতাংশ সংরক্ষণ।

Maharashtra: বিজেপি মন্ত্রীর মাথায় প্যাকেট ভর্তি হলুদ গুঁড়ো ঢাললেন এক ব্যক্তি, ভাইরাল ভিডিও
Andhra Pradesh: ৩১৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
Maharashtra: বিজেপি মন্ত্রীর মাথায় প্যাকেট ভর্তি হলুদ গুঁড়ো ঢাললেন এক ব্যক্তি, ভাইরাল ভিডিও
G-20 Summit: কনভেনশন সেন্টার তৈরিতেই ব্যয় ২,৪০০ কোটি; দু'দিনের সম্মেলনে ভারতের প্রাথমিক খরচ কত?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in