
ট্রেনে আসন পরিবর্তন করতে অস্বীকার করায় এক যাত্রীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের ঝাঁসির বিজেপি বিধায়ক রাজীব সিংয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (সেই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)
গত বৃহস্পতিবার স্ত্রী, ছেলে এবং পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে দিল্লি-ভোপাল বন্দে ভারতে (Vande Bharat) চেপে নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন রাজীব সিং। বাকি পরিবারের সিট ট্রেনের একেবারে সামনের দিকে থাকলেও, বিধায়ক নিজে জায়গা পান একেবারে পিছনে। পরিবারের সাথে বসা এক যাত্রীর সঙ্গে নিজের আসন পরিবর্তন করতে বলেন রাজীব। কিন্তু ওই যাত্রী তা করতে অস্বীকার করেন। অভিযোগ, এরপরেই নির্মম ভাবে মারধর করা হয় ওই যাত্রীকে।
জানা গেছে, ঝাঁসি স্টেশনে বিধায়কের কয়েকজন 'ঘনিষ্ঠ' ওঠেন। তাঁরা উঠেই ওই যাত্রীকে মারধর করা শুরু করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যাত্রী নিজের আসনে বসে রয়েছেন। কিছু মানুষ তাঁকে মারধর করছেন। মুখে ঘুষি মারা হচ্ছে। এমনকি জুতো দিয়েও মারা হচ্ছে। যার ফলে ওই ব্যক্তির নাক দিয়ে রক্ত রের হচ্ছে এবং পোশাক ভিজে গেছে।
পুলিশ সুপার (ঝাঁসি) বিপুল কুমার শ্রীবাস্তব এই ঝামেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বিধায়কের অভিযোগ, ওই ব্যক্তি তাঁর স্ত্রী, ছেলে এবং একজন সহযাত্রীর সঙ্গে অশালীন আচরণ করছিলেন। বারণ করা হলে, ওই ব্যক্তিটি তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে ঝাঁসি স্টেশনে অন্যদের ডেকে পাঠান। যারাও আপত্তিকর আচরণ করেন।
ঝাঁসির সরকারি রেল পুলিশ (জিআরপি) জানিয়েছে, রাজীব সিংয়ের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এনসিআর (non-cognizable report) দায়ের করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন