'আপনি বলেছিলেন ভারতে জন্মে মানুষ লজ্জা পায়' - রাহুলকাণ্ডে মোদীকে পাল্টা আক্রমণ খাড়গের

তুমুল হই হট্টোগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশনই আগামীকাল সকাল ১১ টা নাগাদ মুলতুবি করে দেওয়া হয়েছে৷
নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খাড়গে
নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খাড়গেফাইল চিত্র - সংগৃহীত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর ভাষণ নিয়ে উত্তাল রাজ্যসভা। রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে রাহুলের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সোমবার, রাজ্যসভায় বিরোধী দলনেতা খাড়গে বলেন, ‘রাহুল গান্ধী লন্ডনের বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে ভাষণ দিয়েছেন, তা নিয়ে রাজ্যসভায় কেন আলোচনা হচ্ছে? এটা কোথাকার নিয়ম? এটা সংসদের নিয়ম বিরুদ্ধ। যে ব্যক্তি রাজ্যসভার সদস্যই নয়, তাঁর ব্যাপারে এখানে দাঁড়িয়ে কেন অভিযোগ করা হচ্ছে? সাংসদ পীযূষ গোয়েল নিজের মতো করে ব্যাখ্যা করছেন। অভদ্র ভাষার প্রয়োগ করেছেন। আমরা লজ্জিত।’

তিনি বলেন, ‘কথায় আছে, উলটা চোর কোতয়াল কো ডাটে। যারা গণতন্ত্রকে ধ্বংস করছে, তারাই আবার তা বাঁচানোর কথা বলছে। একজন স্বৈরশাসকের মতো সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর আমলে কোনও গণতন্ত্র নেই। একনায়কতন্ত্র চলেছে। আর, উলটে তাঁরাই (বিজেপি) গণতন্ত্র, দেশের গৌরব বাঁচানোর কথা বলছে। রাহুল গান্ধীর সমালোচনা করছেন!’

একইসঙ্গে, বিদেশের মাটিতে মোদীর বক্তব্যের কথাও মনে করিয়ে দিয়েছেন খাড়গে। টুইটারে তিনি লিখেছে, “@narendramodi ji আমি আপনাকে চীনে করা আপনার বক্তব্য মনে করিয়ে দিতে চাই। আপনি বলেছিলেন - ‘আগে ভারতে জন্মে লজ্জা পেত মানুষ। এখন আপনি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত বোধ করছেন।’ এটা কি ভারত ও ভারতীয়দের অপমান ছিল না? আপনার মন্ত্রীদের তাঁদের স্মৃতি তাজা করতে বলুন! যারা গণতন্ত্র আর দেশভক্তির কথা বলে, তারাই এ কথা বলে এসেছেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে। আর রাহুল গান্ধীকে নিয়ে কথা বলছেন!’   

অন্য একটি টুইটে কংগ্রেস নেতা বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় আপনি বলেছিলেন - 'একটা সময় ছিল - যখন মানুষের মনে হত তারা তাদের অতীত জীবনে কী পাপ করেছিল যে, যার ফলস্বরূপ ভারতে জন্ম হয়েছিল।' আপনি এটাই তো বলছেন? তাই, কংগ্রেস সম্পর্কে বলার আগে 'সত্যের আয়না'য় নিজেদের দেখুন।’

প্রসঙ্গত, সোমবার ছিল বাজেট অধিবেশনের দ্বিতীয় অধ্যায়ের প্রথমদিন৷ আর তার শুরু হয় তুমুল হই হট্টোগোলের মধ্যে দিয়ে৷ যার জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশনই আগামীকাল সকাল ১১ টা নাগাদ মুলতুবি করে দেওয়া হয়েছে৷

উল্লেখ্য, সম্প্রতি, লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, 'ভারতে গণতন্ত্র বিপন্ন'৷ তাঁর এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে সংসদে এসে সকলের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন বিজেপি এবং এনডিএ জোটের অন্যান্য সাংসদরা৷

নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খাড়গে
Maharashtra: নাসিক থেকে মুম্বই, দাবি আদায়ে ‘লাল ঝান্ডা’ হাতে কৃষকদের লং মার্চ শুরু
নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খাড়গে
Tripura: 'জয় শ্রী রাম' স্লোগান তুলে বাম-কংগ্রেস সাংসদদের ওপর হামলা গেরুয়া বাহিনীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in