Delhi: ১৩ জন আপ কাউন্সিলরের পদত্যাগ! দিল্লি পুরসভায় শক্তি কমলো কেজরিওয়ালের দলের

People's Reporter: আপের ১৩ কাউন্সিলর পদত্যাগ করে নতুন দল গঠনের কথা জানিয়েছেন তাঁরা। নয়া দলের নাম 'ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি’ (আইভিপি) রাখাআর ঘোষণা করেছেন তাঁরা।
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়ালছবি - অরবিন্দ কেজরিওয়ালের ফেসবুক পেজ
Published on

দিল্লি পৌর কর্পোরেশনে (এমসিডি) আরও দুর্বল হল আম আদমি পার্টি। শনিবার আপের ১৩ কাউন্সিলর দলত্যাগ করে নতুন দল গঠনের কথা জানিয়েছেন। নয়া দলের নাম 'ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি’ (আইভিপি) রাখার ঘোষণা করেছেন তাঁরা।

শনিবার মুকেশ গোয়েলের নেতৃত্বে ১২ কাউন্সিলর পদত্যাগ করলেন। মুকেশ গোয়েলকে নিয়ে মোট ১৩ কাউন্সিলর। এর ফলে এমসিডিতে আপের আসন সংখ্যা ১১৩ থেকে কমে দাঁড়াল ১০০-তে। অন্যদিকে, বিজেপির দখলে রয়েছে ১১৭টি এবং কংগ্রেসের ৮টি আসন।

নতুন গঠিত আইভিপি-র নেতৃত্বে রয়েছেন মোরালব্যান্ড ওয়ার্ডের কাউন্সিলর হেমানচাঁদ গোয়েল। দলত্যাগী কাউন্সিলরদের দাবি, দিল্লি পৌর কর্পোরেশনে কার্যকারিতা, সমন্বয় ও প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার কারণেই তাঁরা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে দলত্যাগী কাউন্সিলররা বলেন, “২০২২ সালে আমরা আপের টিকিটে নির্বাচিত হয়েছিলাম। তবে ক্ষমতায় আসার পর, দলের শীর্ষ নেতৃত্ব এমসিডি পরিচালনায় ব্যর্থ হয়েছে। নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আমরা আপ থেকে পদত্যাগ করছি।”

নতুন দলে যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন:

ভারতীয় কাবাডি দলের প্রাক্তন অধিনায়ক ও ব্যাঙ্কনারের কাউন্সিলর দীনেশ ভরদ্বাজ, বসন্ত বিহারের হিমানি জৈন, সদর বাজারের উষা শর্মা, বিকাশ পুরির সাহেব কুমার, হাটসালের রাখি যাদব, বিকাশ নগরের অশোক পান্ডে, মুবারকপুরের রাজেশ কুমার, রোহিণী-বি থেকে সুমা অনিল রানা, ময়ূর বিহার ফেজ ২-এর দেবেন্দ্র কুমার প্রমুখ।

এমসিডির প্রাক্তন দলনেতা মুকেশ গোয়েলে একসময় কংগ্রেস করতেন। ২০২২ সালের আগে আপে যোগ দেন এবং হাউজের নেতা পদে অধিষ্ঠিত হন। সম্প্রতি আদর্শ নগর বিধানসভা আসনে তিনি আপের টিকিটে লড়াই করেছিলেন। কিন্তু পরাজিত হন।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গোয়েল বলেন, “এই ফ্রন্ট শুধু এমসিডি স্তরে কাজ করবে। আপের নেতৃত্বে কোনও বাজেট বরাদ্দ হয়নি, হাউস সভা হয়নি, শুধুই সংঘাত আর অবহেলা ছিল। আমরা চাই একটি শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে কাজ করতে।”

অরবিন্দ কেজরিওয়াল
India-Pakistan: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ! জনপ্রিয় ইউটিবার সহ ৬ জন গ্রেফতার
অরবিন্দ কেজরিওয়াল
'সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত' - গুজরাট সমাচারের ডিরেক্টরের গ্রেফতারিতে প্রতিবাদ প্রেস ক্লাবের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in