নাসিক থেকে মুম্বাই 'লং মার্চ' কৃষকদের
নাসিক থেকে মুম্বাই 'লং মার্চ' কৃষকদের ছবি সৌজন্যে মহারাষ্ট্র সিপিআইএম ফেসবুক পেজ

মুম্বাইয়ের দোরগোড়ায় 'লং মার্চ', আজই কৃষকদের বৈঠকে বসার ডাক সিন্ধে সরকারের

গত রবিবার, ১৭ দফা দাবি নিয়ে নাসিকের ডিন্ডোরি থেকে ‘লং মার্চ’ শুরু করেছেন হাজার হাজার কৃষক ও আদিবাসীরা। ‘লং মার্চ’-এর নেতৃত্ব দিচ্ছেন কৃষকসভার নেতা এবং সিপিআই (এম)'র প্রাক্তন বিধায়ক জে পি গাভিট।
Published on

মহারাষ্ট্রে কৃষকদের 'লং মার্চ'-এর জেরে বেজায় চাপে পড়েছে বিজেপি জোট সরকার। মাঝে মধ্যেই কৃষকসভার প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন রাজ্যের মন্ত্রীরা। সূত্রের খবর, বুধবার রাতে ‘লং মার্চ’ নাসিক থেকে থানে জেলায় প্রবেশ করার সাথে সাথে কৃষকসভার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মন্ত্রী দাদা ভুসে এবং অতুল সাভ। শুধু তাই নয়, আজ বৃহস্পতিবার, আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবিশ, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রাজ্যের শীর্ষ আধিকারিকরা।

গত রবিবার, ১৭ দফা দাবি নিয়ে নাসিকের ডিন্ডোরি থেকে ‘লং মার্চ’ শুরু করেছেন হাজার হাজার কৃষক ও আদিবাসীরা। সিপিআইএম-এর কৃষক সংগঠন - সারা ভারত কিষানসভার মহারাষ্ট্র রাজ্য কমিটির ডাকে শুরু হওয়া এই ‘লং মার্চ’ আগামী সোমবার পৌঁছাবে মুম্বাইয়ে। তার আগেই, বাধ্য হয়ে কৃষকসভার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে বিজেপি জোট সরকার।

এই ‘লং মার্চ’-এর নেতৃত্ব দিচ্ছেন কৃষকসভার নেতা এবং সিপিআই (এম)'র প্রাক্তন বিধায়ক জে পি গাভিট। তিনি জানান, ‘মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকের জন্য কৃষক ও আদিবাসীদের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন জোট সরকারের মন্ত্রীরা।’

তিনি জানান, ‘৪০ শতাংশ দাবিতে সাড়া দিয়েছেন তাঁরা। আমাদের কাছে আসা এই প্রস্তাবকে সম্মান জানিয়ে, বৈঠকে যোগ দিতে যাচ্ছি আমরা।’ সঙ্গে তিনি বলেন, ‘মুম্বাইয়ের পথে কৃষকদের লঙ মার্চ চলবে, যতক্ষণ না পর্যস্ত সন্তোষজনক কোনও চুক্তিতে পৌছানো যাচ্ছে সরকারের সঙ্গে।’

পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় ভয়ানক সঙ্কটে পড়েছেন কৃষকরা। এই অবস্থায় পেঁয়াজের ন্যূনতম সহায়ক মূল্য (MSP), পেঁয়াজের জন্য প্রতি কৃইন্টাল ৬০০টাকা ভর্তুকি দাবি তুলেছেন কৃষকেরা। পাশাপাশি কৃষি ঋণ মকুব, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, বকেয়া বিদ্যুৎ বিল মকুব, প্রতিদিন ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, অসময়ের বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতিপূরণ, ভূমিহীন আদিবাসীদের জঙ্গলের জমির পাট্টার দাবিতে এই আন্দোলনে নেমেছেন দেশের অন্নদাতারা। শুধু কৃষকেরা নন, এই পদযাত্রায় অংশ নিচ্ছেন স্বাস্থ্য কর্মী, আশা কর্মী এবং আদিবাসীরাও।

জানা যাচ্ছে, এই ‘লং মার্চ’-এ রয়েছেন সিপিআই (এম)'র প্রাক্তন বিধায়ক জে পি গাভিট, কৃষকসভার সর্বভারতীয় সভাপতি অশোক ধাওয়ালে, অজিত নাওয়ালে, উমেশ দেশমুখ, সিপিআই (এম) মহারাষ্ট্রের রাজ্য সম্পাদক উদয় নারকর, সিআইটিইউ নেতা ডি এল কারাড, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক মারিয়ম ধাওয়ালে, ডিওয়াইএফআই নেতা ইন্দ্রজিৎ গাভিট প্রমুখ।

নাসিক থেকে মুম্বাই 'লং মার্চ' কৃষকদের
সাক্ষরতার হারে শীর্ষে কেরল, পশ্চিমবঙ্গের স্থান ১৯, উত্তরপ্রদেশ ২৯-এ: কেন্দ্র
নাসিক থেকে মুম্বাই 'লং মার্চ' কৃষকদের
বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৩৯টি ভারতের! কলকাতার স্থান কত নম্বরে?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in