বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৩৯টি ভারতের! কলকাতার স্থান কত নম্বরে?

প্রথম ১০ দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে চাদ, দ্বিতীয় স্থানে ইরাক, তৃতীয় স্থানে আছে পাকিস্তান। অষ্টম স্থানে রয়েছে ভারত (৫৩.৩ মাইক্রোগ্রাম/ঘনমিটার)।
বায়ুদূষণ
বায়ুদূষণ প্রতীকী ছবি, সংগৃহীত

বিশ্বের প্রথম ৫০টি দূষিত শহরের মধ্যে ভারতেরই রয়েছে ৩৯টি শহর। এমনই রিপোর্ট প্রকাশ করেছে সুইজারল্যান্ডের একটি সংস্থা IQAir।

মঙ্গলবার সুইস সংস্থা IQAir তাদের 'ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট'-এ বিশ্বের দূষিত দেশ, রাজ্য ও শহরের তালিকা প্রকাশ করেছে। ১৩১টি দেশের সরকারি বা বেসরকারি প্রায় ৩০ হাজার প্রতিষ্ঠানের মাধ্যমে সমীক্ষা করা হয়েছে। সমীক্ষার ভিত্তি ছিল বায়ুদূষণের মাপকাঠি পিএম ২.৫ মাত্রায় প্রতি ঘনমিটারে কত মাইক্রোগ্রাম বায়ুদূষিত হচ্ছে। ভারতের বায়ুদূষণের মাত্রা ৫৩.৩ মাইক্রোগ্রাম/ঘনমিটার, যা গত বছরের তুলনায় কম হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ মাত্রার তুলনায় ১০ গুন বেশি।

বিশ্বের প্রথম ৫০টি বায়ুদূষিত শহরের মধ্যে ৩৯টি ভারতের। এমনকি প্রথম ২০টি শহরের মধ্যে ১৪টি ভারতের। প্রথম ২০ দূষিত বাতাসযুক্ত শহরের মধ্যে, রাজস্থানের ভিওয়ারি (৯২.৭), দিল্লি (৯২.৬), বিহারের দ্বারভাঙ্গা (৯০.৩), আসোপুর (৯০.২), নিউ দিল্লি (৮৯.১), পাটনা (৮৮.৯), উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (৮৮.৬), হরিয়ানার ধরুহেরা (৮৭.৮), বিহারের ছাপরা (৮৫.৯), উত্তরপ্রদেশের মুজাফফর নগর (৮৫.৫), গ্রেটার নয়ডা (৮৩.২), হরিয়ানার বাহাদুরগড় (৮২.২), ফরিদাবাদ (৭৯.৭) এবং মুজফফরপুর (৭৯.২) রয়েছে। ব্র্যাকেটের মধ্যে সমস্ত শহরের দূষণের মাত্রা (মাইক্রোগ্রাম/ঘনমিটার) উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে কলকাতার অবস্থান ৯৯ নম্বরে। দূষণের পরিমাণ ৫০.২ মাইক্রোগ্রাম/ঘনমিটার। মুম্বাইয়ের (৪৬.৭) স্থান ১৩৭ নম্বরে। হায়দরাবাদ (৪২.৪) আছে ১৯৯ স্থানে। বেঙ্গালুরু (৩১.৫) ৪৪০ নম্বরে এবং চেন্নাই (২৫.৩) ৬৮২ নম্বরে আছে।

উল্লেখ্য, দেশ ভিত্তিতে এই তালিকায় শীর্ষে রয়েছে চাদ (৮৯.৭ মাইক্রোগ্রাম/ঘনমিটার), দ্বিতীয় স্থানে ইরাক (৮০.১ মাইক্রোগ্রাম/ঘনমিটার), তৃতীয় স্থানে আছে পাকিস্তান (৭০.৯ মাইক্রোগ্রাম/ঘনমিটার), চতুর্থ স্থানে বাহরিন (৬৬.৬ মাইক্রোগ্রাম/ঘনমিটার), পঞ্চমে বাংলাদেশ (৬৫.৮ মাইক্রোগ্রাম/ঘনমিটার), বুরকিনা ফাসো রয়েছে ষষ্ঠ স্থানে ৬৩.০ মাইক্রোগ্রাম/ঘনমিটার), সপ্তম স্থানে কুয়েত (৫৫.৮ মাইক্রোগ্রাম/ঘনমিটার), অষ্টম স্থানে রয়েছে ভারত (৫৩.৩ মাইক্রোগ্রাম/ঘনমিটার), নবম স্থানে ইজিপ্ট (৪৬.৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার) এবং তাজিকিস্থান রয়েছে দশম স্থানে (৪৬.০ মাইক্রোগ্রাম/ঘনমিটার)।

বায়ুদূষণ
সাক্ষরতার হারে শীর্ষে কেরল, পশ্চিমবঙ্গের স্থান ১৯, উত্তরপ্রদেশ ২৯-এ: কেন্দ্র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in