Maharashtra: কংগ্রেস ছেড়েই বিজেপিতে যোগ - আগামীকাল রাজ্যসভায় মনোনয়ন জমা দেবেন অশোক চহ্বাণ!

People's Reporter: সোমবারই কংগ্রেস ছেড়েছিলেন অশোক চাহ্বাণ। তখন যদিও কোন দলে যাবেন তা ঘোষণা করেননি। দল ছাড়ার একদিনের মধ্যেই যোগ দিলেন বিজেপিতে।
বিজেপি দপ্তরে অশোক চাহ্বাণ
বিজেপি দপ্তরে অশোক চাহ্বাণছবি - অভিষেক পান্ডের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

কংগ্রেস ছাড়ার একদিনের মধ্যেই বিজেপিতে যোগদান করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেস নেতা অশোক চহ্বাণ। আগামীকালই বিজেপির তরফ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন তিনি।

সোমবার কংগ্রেস ছেড়েছিলেন অশোক চহ্বাণ। তখন যদিও কোন দলে যাবেন তা ঘোষণা করেননি। তবে সূত্র মারফত জানা গিয়েছিল, তিনি ভারতীয় জনতা পার্টিতে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে চলেছেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো।

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ বিজেপি কার্যালয়ে আসেন অশোক চহ্বাণ। সেখানেই গেরুয়া শিবিরের পতাকা তুলে নেন তিনি। জানা গেছে, বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন অশোক। আর তাতেই কংগ্রেস ছেড়েছেন তিনি। আগামীকাল রাজ্যসভার জন্য তিনি মনোনয়ন জমা দেবেন।

গতকাল দলের সদস্য পদ এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তখন তিনি জানিয়েছিলেন, আমি এখনও কোনো দলের সাথে যোগাযোগ করিনি। আগামী দু'দিনের মধ্যে সিদ্ধান্ত নেব। বিজেপিতে যাবো কিনা তা জানি না কারণ ওদের দলের কী নিয়ম আমার জানা নেই'।

অন্যদিকে অশোক চহ্বাণের পদত্যাগ নিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছিলেন, 'সংবাদমাধ্যমে অশোক চহ্বাণের কথা শুনেছি। তবে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা তা বলবো না। আমি শুধু বলতে পারি কংগ্রেসের অনেক ভালো নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন। কংগ্রেস দলের মধ্যে থেকে তাঁদের দমবন্ধ হয়ে যাচ্ছে। আমি আত্মবিশ্বাসী যে আগামীতে অনেক বড় মুখ বিজেপিতে যোগদান করতে চলেছেন'।

গতকালই অশোক চহ্বাণের দলত্যাগ নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, যখন সতীর্থ বা বন্ধুরা রাজনৈতিক দল ত্যাগ করে তখন সত্যিই খারাপ লাগে। তাঁরা এই দল থেকে অনেক কিছুই পেয়েছিলেন, হয়তো প্রাপ্যর থেকেও বেশি তাঁরা পেয়েছিলেন।

বিজেপি দপ্তরে অশোক চাহ্বাণ
Mumbai: ৪০০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ, ইডি-র তল্লাশিতে বাজেয়াপ্ত ৩০ কোটি টাকার সম্পত্তি
বিজেপি দপ্তরে অশোক চাহ্বাণ
Farmers Protest: কৃষকদের পাশে আপ - স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তরের কেন্দ্রীয় প্রস্তাবে 'না'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in