চাষেরই খরচ মিলছে না! ক্ষোভে মাঠেই পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছেন কৃষকেরা

ক্ষুব্ধ কৃষক ডোংরে জানান, 'এই পেঁয়াজ পোড়ানোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে নিজের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে চিঠি লিখেছি আমি।'
পেঁয়াজের খামারে আগুন লাগিয়েছেন এক কৃষক
পেঁয়াজের খামারে আগুন লাগিয়েছেন এক কৃষকছবি সংগৃহীত
Published on

দেশের পাইকারি বাজারে ১ কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। অথচ, সেই পেঁয়াজ উৎপাদন করতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। মিলছে না উৎপাদন খরচ। ১ টাকা বা তার থেকে কম দামেও পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। আর, সেই ক্ষোভ এবং হতাশায় পেঁয়াজ বিক্রির পরিবর্তে, জমিতেই পেঁয়াজ-সহ গাছ পুড়িয়ে দিচ্ছেন কৃষকেরা। সোমবার, এমনই ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে মহারাষ্ট্রের নাসিকে।

রাজ্যে বিজেপির সঙ্গে জোট বেঁধে চলছে একনাথ সিন্ধের সরকার। আর, কেন্দ্রে রয়েছে মোদী সরকার। দুই সরকারই কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য দেওয়ার আশ্বাস দেয়নি বলে অভিযোগ। ফলে, উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য পাওয়ার কোনও আশা নেই। তাই, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে পেঁয়াজের খামারেই আগুন লাগিয়ে দিয়েছেন এক কৃষক। পেঁয়াজ উৎপাদনের জন্য গত চার মাসে কঠোর পরিশ্রম করেছিলেন তিনি।

জানা যাচ্ছে, ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ১.৫ একর পেঁয়াজের খামার পুড়িয়ে দিয়েছেন নাসিকের ইয়েওলা তালুকের এক কৃষক। নাম কৃষ্ণা ডোংরে। সংবাদ মাধ্যমে তিনি বলেন, 'গত চার মাস ধরে আমি কঠোর পরিশ্রম করেছি। পেঁয়াজ চাষের জন্য খরচও হয়েছে প্রায় ১.৫ লক্ষ টাকা। এগুলো বাজারে নিয়ে যেতে খরচ হবে আরও ৩০ হাজার টাকা। কিন্তু, বাজারে এই পেঁয়াজের মোট মূল্য দাঁড়িয়েছে মাত্র ২৫ হাজার টাকা!

কৃষ্ণা ডোংরে বলেন, ‘দেড় একর জমিতে এই পেঁয়াজ চাষ করার জন্য চার মাস দিনরাত পরিশ্রম করেছি আমি। কিন্তু, রাজ্য ও কেন্দ্র সরকারের ভুল পদক্ষেপের জন্য এটি পুড়িয়ে ফেলতে বাধ্য হয়েছি।’   

তিনি বলেন, ‘বাজার যা দাঁড়িয়েছে, তাতে নিজেদের পকেট থেকে খরচ করে পেঁয়াজ বিক্রি করতে হবে। এই পরিস্থিতির কি কোনও পরিবর্তন হবে না?’

ক্ষুব্ধ কৃষক ডোংরে জানান, 'এই পেঁয়াজ পোড়ানোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে নিজের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে চিঠি লিখেছি আমি।'

কৃষ্ণা ডোংরে দাবি করেন, এখনও রাজ্য সরকারের কেউ তাঁর কাছে পৌঁছায়নি। তিনি বলেন, ‘আমাদের কাছে ১৫ দিনের সময় ছিল। কিন্তু, রাজ্য সরকারের কেউ আমাদের কাছে আসেননি। কেউ বলেননি, এমনটা (খামার পোড়ানো) করো না। আমরা কৃষকদের জন্য কিছু করব।’

পেঁয়াজের খামারে আগুন লাগিয়েছেন এক কৃষক
'১০৫% দিচ্ছি, আর কত চাই? আমায় পছন্দ না হলে মুণ্ডু কেটে নিন' - বকেয়া DA প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
পেঁয়াজের খামারে আগুন লাগিয়েছেন এক কৃষক
ঘুষ কাণ্ডে মূল অভিযুক্ত BJP বিধায়কের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি, তীব্র অস্বস্তিতে পদ্ম শিবির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in