মহন্ত নরেন্দ্র গিরি
মহন্ত নরেন্দ্র গিরিফাইল ছবি সংগৃহীত

Mahant Narendra Giri: দেহ ময়নাতদন্তের পর আজই সমাধিস্থ করা হবে আখাড়া পরিষদ প্রধানকে

অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির দেহ আজই ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর তাঁর দেহ তুলে দেওয়া হবে আশ্রমের হাতে। এদিনই বিকেলে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর দেহ সমাধিস্থ করা হবে।
Published on

অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির দেহ আজই ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর তাঁর দেহ তুলে দেওয়া হবে আশ্রমের হাতে। এদিনই বিকেলে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর দেহ সমাধিস্থ করা হবে।

বাগম্বরী মঠ সূত্র অনুসারে, এদিন বিকেলে মঠে ভক্তদের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর দেহ কিছুক্ষণ রাখা হবে। এরপর আজ সন্ধেতেই মঠ চত্বরে তাঁকে সমাধিস্থ করা হবে।

প্রশাসনিক সূত্র অনুসারে, মহন্ত নরেন্দ্র গিরির দেহ ময়নাতদন্ত করবেন বিশিষ্ট চিকিৎসকদের এক প্যানেল। পুরো ময়নাতদন্ত প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে।

মহন্ত নরেন্দ্র গিরি
Mahant Narendra Giri: অখিল ভারতীয় আখাড়া পরিষদ প্রধানের মৃতদেহ উদ্ধার

গতকাল মহন্ত নরেন্দ্র গিরির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় জর্জ টাউন থানায় এক এফআইআর দায়ের করা হয়েছে। যে এফআইআর-এ নাম আছে তাঁর শিষ্য আনন্দ গিরির। সূত্র অনুসারে, মহন্ত নরেন্দ্র গিরির মৃতদেহের পাশ থেকে এক সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যেখানে আনন্দ গিরির নাম উল্লেখ করে গেছেন প্রয়াত আখড়া পরিষদ প্রধান। ভারতীয় দন্ডবিধির ধারা ৩০৬ অনুসারে এই এফআইআর দায়ের করা হয়।

গতকাল রাতেই আনন্দ গিরিকে হরিদ্বার থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে প্রয়াগরাজ পুলিশ থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে মহন্ত নরেন্দ্র গিরির বক্তব্য সম্বলিত একটি ভিডিও ক্যাসেটও আশ্রম থেকে উদ্ধার করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in