গোবর এবং গোমূত্র দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন। ভূপালে ইন্ডিয়ান ভেটেরনারি অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলাদের এক কনভেনশন ‘শক্তি ২০২১’-এ একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান।
গতকাল শিবরাজ সিং চৌহান বলেন, গোরু, গোবর এবং গোমূত্র একজন ব্যক্তির পাশাপাশি দেশের আর্থিক বৃদ্ধি ঘটাতে পারে। সেই কারণে সরকারের পক্ষ থেকে আরও গোশালা নির্মাণ করা হবে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, যদি আমরা চাই তাহলে আমরা নিজেরাই গোরু, গোবর এবং গোমূত্রের মাধ্যমে নিজেদের অর্থনীতির উন্নতি করতে পারি। বর্তমানে মধ্যপ্রদেশের বিভিন্ন শ্মশানে এখন গৌকাষ্ঠ (গোবর থেকে নির্মিত) ব্যবহার করা হচ্ছে। যা কাঠের ব্যবহার কমাতে সাহায্য করবে। গোরুর মাধ্যমে কীভাবে লাভজনক ব্যবসা করা যেতে পারে সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য পশু চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য, ডেয়ারি ও পশুপালন মন্ত্রী পুরুষোত্তম রূপালা। তিনি বলেন, গুজরাটের গ্রামীণ এলাকায় বহু মহিলা গোরু পালন করেন এবং তাঁরা সফল হয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন