Madhya Pradesh: মধ্যপ্রদেশে মত্ত বিজেপি নেতার গাড়ি পিষে দিল ৫ জনকে, হত ২, ধৃত নেতা হেফাজত থেকে ফেরার

People's Reporter: নিজের প্রভাব খাটিয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান অভিযুক্ত বিজেপি নেতা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় আরও উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা পোরসা-জোটাই সড়ক অবরোধ করেন।
বিজেপি নেতার গাড়ি ৫ জনকে পিষে দেবার পর গাড়ি ঘিরে উত্তেজিত জনতা
বিজেপি নেতার গাড়ি ৫ জনকে পিষে দেবার পর গাড়ি ঘিরে উত্তেজিত জনতাছবি ঘটনার ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

মত্ত বিজেপি নেতার বেপরোয়া গাড়ি পিষে দিল পাঁচ পথচারীকে। এই ঘটনায় এক শিশু সহ দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিনজন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

মধ্যপ্রদেশের মোরেনা জেলায় পোরসা-জোটাই রোডের বাইপাস মোড়ে ঘটনাটি ঘটেছে। গাড়িটি চালাচ্ছিলেন পোরসার বিজেপি যুব শাখার (গ্রামীণ ইউনিট) সহ-সভাপতি দীপেন্দ্র ভাদোরিয়া।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়ির সামনেই আগুন পোহাচ্ছিলেন ওই পাঁচ জন। সেইসময় একটি গাড়ি তীব্র গতিতে এসে ওই পাঁচ জনকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে হতাহতরা কয়েক ফুট দূরে রাস্তায় ছিটকে পড়েন। আহতদের গোয়ালিয়রের হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন রামদত্ত রাঠৌর (৬৫) এবং অর্ণব লক্ষ্যকর (১০)।

তাঁদের আরও অভিযোগ, গাড়ির চালক বিজেপি নেতা দীপেন্দ্র ভাদোরিয়া মত্ত অবস্থায় ছিলেন। তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

দুর্ঘটনার পরই ক্ষুব্ধ স্থানীয়রা বিজেপি নেতাকে ধরে ফেলেন। তাঁকে মারধর করা হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ এলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে জানা গেছে, নিজের প্রভাব খাটিয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান অভিযুক্ত বিজেপি নেতা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় আরও উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা প্রায় ২০ মিনিট ধরে পোরসা-জোটাই সড়ক অবরোধ করেন। পুলিশের বিরুদ্ধে অভিযুক্তকে পালাতে সাহায্য করার অভিযোগ তোলেন তাঁরা। আহতদের মধ্যে একজন অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রথমে চিকিৎসা পরিষেবা নিতেই অস্বীকার নিতে অস্বীকার করছিলেন।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান এসডিওপি রবি ভাদোরিয়া। বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি আশ্বাস দেন, অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত বিজেপি নেতাকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান জারি রয়েছে।

বিজেপি নেতার গাড়ি ৫ জনকে পিষে দেবার পর গাড়ি ঘিরে উত্তেজিত জনতা
Madhya Pradesh: গোপনে ছাত্রীদের পোশাক বদলের ভিডিও করা! গ্রেফতার তিন এবিভিপি নেতা
বিজেপি নেতার গাড়ি ৫ জনকে পিষে দেবার পর গাড়ি ঘিরে উত্তেজিত জনতা
Madhya Pradesh: পুষ্টিহীন শিশুর জন্য ১২ টাকা, গোরুর জন্য বরাদ্দ ৪০ টাকা! BJP সরকারকে আক্রমণে কংগ্রেস

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in