Madhya Pradesh: ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ সমস্ত স্কুল, হোস্টেল - জারি নির্দেশিকা

এদিনের নির্দেশিকায় জানানো হয়েছে আগামী শনিবার থেকে এই বিধি কার্যকর হবে। এর পাশাপাশি সমস্ত স্কুলকে অনলাইন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানফাইল ছবি সংগৃহীত
Published on

ক্রমশ বেড়ে চলা কোভিড সংক্রমণের কারণে মধ্যপ্রদেশে বন্ধ করে দেওয়া হল সমস্ত স্কুল। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। শুক্রবার মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। স্কুল ছাড়াও স্কুল সংলগ্ন সমস্ত হোস্টেলও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।

যদিও এই নির্দেশে স্পষ্ট নয় যে স্কুলের পাশাপাশি কোচিং ক্লাসও বন্ধ থাকবে কিনা। উল্লেখ্য আগামী ২০ জানুয়ারি থেকে রাজ্যে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবার কথা।

এদিনের নির্দেশিকায় জানানো হয়েছে আগামী শনিবার থেকে এই বিধি কার্যকর হবে। এর পাশাপাশি সমস্ত স্কুলকে অনলাইন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল বন্ধ করার পাশপাশি সমস্ত রকমের মেলা, জমায়েত, রাজনৈতিক মিছিল, বন্ধ করা হয়েছে। যদিও সামাজিক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান, রাজনৈতিক সভা সর্বাধিক ২৫০ জনকে নিয়ে করা যেতে পারে। স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলাধুলার আয়োজন করা যেতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রদেশে প্রায় ১০০ জন শিক্ষক ও ছাত্র কোভিড সংক্রমিত হয়েছে। গত কয়েকদিনে প্রায় ১০০ জনের বেশি পুলিশ আধিকারিক, সরকারি কর্মচারী সংক্রমিত হয়েছেন। গত কয়েকদিনের মধ্যে দৈনিক সংক্রমণ পৌঁছে গেছে ৪ হাজারে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
Madhya Pradesh: বিজেপি শাসিত রাজ্যে এক দশকে ১ম থেকে ৮ম শ্রেণীতে ছাত্র ভর্তি কমেছে প্রায় ৪০ শতাংশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in