সত্য, অহিংসার সামনে মিথ্যা, হিংসা টিকবে না - পাটনায় কংগ্রেস অফিস ভাঙচুরের পর বিজেপিকে রাহুল বার্তা

People's Reporter: নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস সাংসদ জানান, “মিথ্যা ও হিংসা সত্য ও অহিংসার সামনে কখনও টিকবে না। যত ইচ্ছা মারধোর করো, ভাঙচুর করো, আমরা সত্য ও সংবিধান রক্ষা করে যাবো। সত্যমেব জয়তে।”
শুক্রবার বিহারের ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী
শুক্রবার বিহারের ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধীছবি আইএনসি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

সত্য ও অহিংসার সামনে মিথ্যা ও হিংসা কখনই টিকতে পারবে না। কংগ্রেস সত্য ও সংবিধান রক্ষা করার লড়াই চালিয়ে যাবে। শুক্রবার একথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন পাটনায় প্রদেশ কংগ্রেস দফতরে বিজেপি (BJP) কর্মীরা ‘হামলা’ ও ‘ভাঙচুর’ চালিয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) কংগ্রেস সাংসদ জানিয়েছেন, “মিথ্যা ও হিংসা সত্য ও অহিংসার সামনে কখনও টিকতে পারবে না। যত ইচ্ছা মারধোর করো, ভাঙচুর করো, আমরা সত্য ও সংবিধান রক্ষা করে যাবো। সত্যমেব জয়তে।”

রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (K C Venugopal) এদিন জানান, বিজেপি কর্মীরা সাদাকাত আশ্রমের সদর দপ্তরে আক্রমণ এবং ভাঙচুর চালিয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে বেণুগোপাল লিখেছেন, ভোটার অধিকার যাত্রার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং এর বিরুদ্ধে জনসাধারণের স্বতঃস্ফূর্ত আবেগ দেখে হতবাক হয়ে বিজেপি আবারও আমাদের ভয় দেখানোর জন্য তাঁদের গুন্ডাদের ছেড়ে দিয়েছে।

ওই পোস্টেই বেনুগোপাল লিখেছেন, পাটনায় আমাদের বিহার প্রদেশ কংগ্রেস দফতর সাদাকাত আশ্রমে একজন বর্তমান মন্ত্রী ও অন্যান্য বিজেপি নেতাদের নেতৃত্বে আক্রমণের ঘটনা একটি কাপুরোষোচিত কাজ। কিন্তু এসব করে এসআইআর-এর নামে যে বিশাল ভোট চুরির পরিকল্পনা চলছে তা প্রকাশ করা থেকে আমাদের আটকাতে পারবে না।

বেনুগোপাল আরও বলেন, একটি দলীয় কার্যালয়ে আক্রমণ করা রাজনৈতিক গুন্ডামির সব থেকে খারাপ রূপ এবং এই ঘটনাকে কখনোই ক্ষমা করা যায়না। গণতন্ত্রে এই ধরণের হিংসার কোনও স্থান নেই। এই ভাঙচুরের ঘটনাই বিজেপির আসল চরিত্র প্রকাশ করে দিয়েছে। গণতন্ত্রে বিশ্বাসী সকলের এই ঘটনার নিন্দা করা উচিত এবং প্রতিবাদ করা উচিত। আমরা প্রতিটি নাগরিককে এই নির্লজ্জ কাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদে শামিল হবার আহ্বান জানাই।

তিনি বলেন, বিহার পুলিশকে এই অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এই গুন্ডামির নেতৃত্বদানকারী মন্ত্রী ও নেতাদের গ্রেপ্তার করতে হবে।

প্রসঙ্গত, ভোটার অধিকার যাত্রা চলাকালীন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বিরুদ্ধে কথিত অশালীন ভাষা প্রয়োগের প্রতিবাদে শুক্রবার পাটনায় বিজেপির ডাকে এক মিছিল অনুষ্ঠিত হয়। যে মিছিল থেকে বিজেপি ও কংগ্রেস কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজেপির অভিযোগ, বুধবার দ্বারভাঙা শহরে ভোটার অধিকার যাত্রা চলাকালীন যে মঞ্চ থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং তেজস্বী যাদব মোটর সাইকেল করে রওনা দিয়েছিলেন সেই মঞ্চ থেকেই স্থানীয় কোনও ব্যক্তি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে হিন্দিতে অশ্লীল ভাষা ব্যবহার করেন। এই বিষয়ে একটি ভিডিও প্রকাশিত হবার পরেই তা নিয়ে বিতর্ক শুর হয় এবং শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস অফিসে বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

শুক্রবার বিহারের ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী
Voter Adhikar Yatra: জনসভা নয়, ১ সেপ্টেম্বর পাটনায় রাহুল গান্ধী তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রা
শুক্রবার বিহারের ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী
Rahul Gandhi: গুজরাটে ১০ বেনামি রাজনৈতিক দলকে ৪,৩০০ কোটি অনুদান! কমিশন তদন্ত করবে কি? প্রশ্ন রাহুলের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in