বেসরকারিকরণের কোপ! গত ৫ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কেন্দ্রীয় সংস্থার কর্মী

People's Reporter: গত মঙ্গলবার লোকসভার একটি প্রশ্নের লিখিত জবাবে এমনই জানিয়েছেন কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল বর্মা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ্রতীকী ছবি সংগৃহীত
Published on

কেন্দ্রের মোদী জমানায় বেসরকারিকরণের অভিযোগ নতুন নয়। আর এবার বেসরকারিকরণ নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি লোকসভায় পেশ হওয়ার তথ্যের ভিত্তিতে জানা গেছে গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি হারিয়েছেন লক্ষাধিক।

গত মঙ্গলবার লোকসভার একটি প্রশ্নের লিখিত জবাবে এমনই জানিয়েছেন কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল বর্মা। এই কারণ হিসেবে কেন্দ্রের অধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার (সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইস বা সিপিএসই) বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণকেই দায়ী করেছেন তিনি। এটি হল একটি সরকার অধীনস্থ সংস্থা। কোনও সংস্থায় মূলধনের ৫১ শতাংশ বা তার বেশি কেন্দ্রের শেয়ার থাকলে সেটি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইস।

তামিলনাড়ুর সিপিআইএম সাংসদ সচিতানন্থম সংসদে জানতে চেয়েছিলেন, সিপিএসই-এর বেসরকারিকরণের ফলে গত পাঁচ বছরে কত মানুষ চাকরি হারিয়েছেন। এছাড়া তফসিলি জাতি, জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির চাকরি হারিয়েছেন।

এদিন সংসদে সেই তথ্যেই তুলে ধরেছেন প্রতিমন্ত্রী বিএল বর্মা। তিনি জানিয়েছেন, ২০১৯-২০ সালে ৯.২ লক্ষ থেকে কমে ২০২০-২১ সালে ৮.৬ লক্ষ হয়েছিল। ২০২১-২২ সালে সেটা দাঁড়ায় ৮.৩৯ লক্ষে। ২০২৩-২৪ সালে কেন্দ্রের নিয়মিত কর্মচারীর সংখ্যা ছিল ৮.১২ লক্ষ। হ্রাস পেয়েছে তফসিলি জাতি এবং জনজাতি কর্মীদের সংখ্যাও। তবে ওবিসির কর্মীর সংখ্যা ১.৯৯ লক্ষ থেকে বেড়ে ২.১৩ লক্ষ হয়েছে।

কেন্দ্রের মোদী সরকারের জমানায় একাধিক সরকারি জিনিস বেসরকারিকরণের অভিযোগ উঠে এসেছে। রেল থেকে বিমান, কয়লা থেকে এলআইসি, এমনকি সৈনিক স্কুলও বেসরকারিকরণের দিকে এগিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি দেশজুড়ে বেশ কিছু সৈনিক স্কুলও তৈরি হয়েছে। আর এর ফল হিসেবে কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ পড়েছে এবং চলেছে অবাধে ছাঁটাই।

অন্যদিকে, পিরিওডিক লেবার ফোর্স সার্ভের মাসিক রিপোর্ট অনুযায়ী, গত ১৫ বছরে দেশের বেকারত্বের হার ছিল ৫ শতাংশের কম। তবে গত ২০২২-২৩ সালে বেকারত্বের হার ছিল ৩.২ শতাংশ।

এর আগে গত ১০ ডিসেম্বর রাজ্যসভার একটি প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছিল, ২০১৪-’১৫ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারিকরণ-সহ বিভিন্ন পদ্ধতি এবং পদক্ষেপের মাধ্যমে ৪,৩৬,৭৪৮ কোটি টাকা আদায় করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Kerala: 'যে কেন্দ্রে জিতবো মনে করি...'! বিজেপি নেতার বিস্ফোরক দাবি ও কেরালার ত্রিশুর কেন্দ্রের ফলাফল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in