

লখিমপুর খেরি কান্ডে আগামীকালই পুলিশের কাছে হাজিরা দিচ্ছেন অভিযুক্ত মন্ত্রীপুত্র আশিষ মিশ্র। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের নিজেই একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর ছেলে কোথাও পালিয়ে যায়নি।
শুক্রবার লখনৌতে পৌঁছানোর পর সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, "আগামীকাল পুলিশের কাছে যাবে আমার ছেলে। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে সে। সে কোথাও পালিয়ে যায়নি।"
তিনি জানিয়েছেন তাঁর ছেলে বেশিরভাগ সময়ই তাঁদের লখিমপুরের বাড়িতেই ছিল।
লখিমপুরে মন্ত্রীর ছেলের গাড়ির বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের পিষে দেওয়ার অভিযোগ ওঠার পর থেকেই মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে বিরোধী দলগুলো এবং কৃষক সংগঠন। এই বিষয়ে মন্ত্রীকে আজ প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিরোধীরা প্রতিটি ইস্যুতেই শুধু পদত্যাগের দাবি তুলতে জানে। তদন্ত শুরু হোক। সত্যের জয় হবেই।"
এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করতে তাঁর বাসভবনে যান কেন্দ্রীয় মন্ত্রী। তবে দু'জনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি।
এর আগে দু'বার জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রী পুত্রকে সমন পাঠিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। কোনোবারই হাজিরা দেননি তিনি। পুলিশের দাবি, আশিস মিশ্র পলাতক। উত্তরপ্রদেশ নেপাল সীমান্তের গৌরীফাটা অঞ্চলে তাঁর মোবাইলের লোকেশন ট্র্যাক করা হয়েছে। যদিও তিনি বারবারই তাঁর থাকার জায়গা বদল করছেন। পরবর্তী সময় তাঁর মোবাইল লোকেশন পাওয়া গেছে উত্তরাখন্ডের বাজপুরাতে।
আজ এই নিয়ে উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট। এরপরই ছেলের হাজিরা দেওয়ার বিষয়ে জানান মন্ত্রী।
-With IANS Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন