Lakhimpur Kheri: সুপ্রিম কোর্টের নির্দেশে লখিমপুর খেরির কৃষক মৃত্যুর ঘটনায় আশিস মিশ্রের জামিন খারিজ

এই বছরের ১০ ফেব্রুয়ারি আশিস মিশ্রকে জামিন দেয় এলাহাবাদ হাইকোর্ট। যে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন লখিমপুর খেরির ঘটনায় মৃত কৃষকদের পরিবার।
লখিমপুর খেরি হিংসার ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্র
লখিমপুর খেরি হিংসার ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রফাইল ছবি

সুপ্রিম কোর্টের নির্দেশে খারিজ হয়ে গেল আশিস মিশ্রের জামিন। এর আগে লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রকে জামিন দিয়েছিলো এলাহাবাদ হাইকোর্ট। এই বছরের ১০ ফেব্রুয়ারি আশিস মিশ্রকে জামিন দেয় এলাহাবাদ হাইকোর্ট। যে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন লখিমপুর খেরির ঘটনায় মৃত কৃষকদের পরিবার। গত বছরের ৩ অক্টোবর আশিস মিশ্রের গাড়ি বিক্ষোভরত কৃষকদের চাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ।

এই বছরের ফেব্রুয়ারিতে এলাহাবাদ হাইকোর্ট মিশ্রকে জামিন দেয়। যে জামিনের বিরোধিতা করা হয়নি এই অভিযোগ অস্বীকার করে উত্তরপ্রদেশ সরকার এবং পাল্টা একটি হলফনামায় জানায়, মিশ্রের জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করা হয়েছিল। ঘটনায় আক্রান্তদের পরিবারের সদস্যদের দ্বারা দায়ের করা স্পেশাল লিভ পিটিশন (SLP) সম্পূর্ণ মিথ্যা।

গত ৩০ মার্চ সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে জানায় লখিমপুর হিংসা মামলার তদন্তের পর্যবেক্ষণকারী বিচারক আশীষ মিশ্রকে দেওয়া জামিন বাতিল করার সুপারিশ করেছেন এবং এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বে এবং বিচারপতি সূর্যকান্ত এবং হিমা কোহলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের আইনজীবীকে জিজ্ঞাসা করে, "পর্যবেক্ষক বিচারকের রিপোর্ট থেকে মনে হচ্ছে যে তিনি জামিন বাতিলের সুপারিশ করেছেন৷ আপনার অবস্থান কী?"

ওইদিনই লখিমপুর খেরির ঘটনায় আক্রান্তদের পরিবারের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী দুষ্যন্ত দাভে দাবী করেন, শীর্ষ আদালতের হয় হাইকোর্টের আদেশ স্থগিত করা উচিত বা মিশ্রকে দেওয়া জামিন বাতিল করা উচিত। দাভে বলেন, "হাইকোর্টের আদেশ সম্পূর্ণ অ-প্রয়োগের কারণে ভুগছে"।

গত বছরের নভেম্বরে, সুপ্রিম কোর্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন বিচারক বিচারপতি রাকেশ কুমার জৈনকে লখিমপুর খেরি হিংসার তদন্ত পর্যবেক্ষণের জন্য নিযুক্ত করে। শীর্ষ আদালত ঘটনার তদন্তকারী এসআইটি পুনর্গঠন করেছে এবং আইপিএস অফিসার এস বি শিরদকারকে তার প্রধান হিসাবে নিযুক্ত করেছে।

এই মামলায় গত বছরের ৯ অক্টোবর গ্রেফতার হন আশিস মিশ্র। ৩ অক্টোবর, ২০২১-এ, কৃষকদের বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে লখিমপুর খেরিতে চার কৃষক সহ আটজন নিহত হন।

লখিমপুর খেরি হিংসার ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্র
Lakhimpur Kheri: মন্ত্রীপুত্রের বন্দুক থেকেই কৃষকদের উপর গুলি চলেছিল, ফরেনসিক রিপোর্টে চাপে BJP

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in