কেরালা রাজভবন
কেরালা রাজভবনফাইল ছবি, সংগৃহীত

Kerala: রাজভবনের কোয়ার্টারে রাজ্যপালের গাড়িচালকের দেহ উদ্ধার

পুলিশ সূত্র অনুসারে, রাজ্যপাল আরিফ মহম্মদ খানের গাড়িচালক তেজস (৪৮) মৃত্যুর আগে একটি সুইসাইড নোট রেখে গেছেন। যেখানে তিনি ব্যক্তিগত কারণে আত্মহত্যা করছেন বলে জানিয়েছেন।
Published on

কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের গাড়িচালক রাজভবনের কোয়ার্টারেই আত্মহত্যা করলেন। রবিবার সকালে রাজভবনে চালকের কোয়ার্টারে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র অনুসারে, রাজ্যপাল আরিফ মহম্মদ খানের গাড়িচালক তেজস (৪৮) মৃত্যুর আগে একটি সুইসাইড নোট রেখে গেছেন। যেখানে তিনি ব্যক্তিগত কারণে আত্মহত্যা করছেন বলে জানিয়েছেন। সুইসাইড নোটে তেজস আরও জানিয়েছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

পুলিশ জানিয়েছে, কেরালা রাজভবনে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন তেজস। গাড়িচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

থিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে তেজসের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে। জানা গেছে, আলাপুঝা জেলার চেরথালায় তাঁর অন্তিম সংস্কার করা হবে।

- with Agency Inputs

কেরালা রাজভবন
Oxygen Crisis: রাজ্যের চাহিদা মিটিয়ে অন্য রাজ্যে অক্সিজেন সরবরাহ করছে কেরালা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in